India Football: সুযোগ পেয়েও ১৯৫০ সালে ফুটবল বিশ্বকাপ খেলা হয়নি ভারতের, কারণ অনুসন্ধান করলেন এক সাংবাদিক
FIFA world Cup: ভারতীয় দলকে ফিফা বিশ্বকাপরে দেখার জন্য আশা করেন অনেক ফুটবলপ্রেমী ভারতীয়। কিন্তু সেই আশা পূরণ হয় না বছরের পর বছর।

নয়াদিল্লি: এ বিশ্বে ফুটবলের সবথেকে বড় উৎসব বিশ্বকাপ। সব দেশের ফুটবলপ্রেমীরা এই প্রতিযোগিতা দেখার জন্য মুখিয়ে থাকে। সব ফুটবলারদেরই স্বপ্ন থাকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার। কিন্তু চার বছর অন্তর মাত্র ৩২টি দেশের ফুটবলাররা সেই সুযোগ পান। কিন্তু ভারতের কাছে সেই সুযোগ আসে না। বর্তমানে বিশ্বকাপে যোগ্যতা নির্ণয় করতে যথেষ্ট কঠিন ধাপ পেরোতে হয়। ইটালির মতো দেশ কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এত দেশ বিশ্বকাপে অংশ নিত না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম বার বিশ্বকাপের আসর বসে ১৯৫০ সালে। ব্রাজিলে হয়েছিল সেই বিশ্বকাপ। মাত্র ১৩টি দেশ অংশ নিয়েছিল সে বারের বিশ্বকাপে। উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সে বার। সেই বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ এসেছিল তৎকালীন ভারতীয় ফুটবল দলের কাছে। কিন্তু কী কারণে ফুটবল খেলা হয়নি ভারতের তা জানা গিয়েছে সম্প্রতি। প্রবীণ সাংবাদিক লেখক জয়দীপ বসুর ‘বক্স টু বক্স: ৭৫ ইয়ার্স অব দ্য ইন্ডিয়ান ফুটবল টিম’ বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। সেখানেই তিনি উল্লেখ করেছেন ভারতের না খেলতে পারার কারণ।
ভারতীয় দলকে ফিফা বিশ্বকাপরে দেখার জন্য আশা করেন অনেক ফুটবলপ্রেমী ভারতীয়। কিন্তু সেই আশা পূরণ হয় না বছরের পর বছর। স্বাধীনতার পর এ বারও বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি বিশ্বকাপে। ১৯৫০ সালে সে সুযোগ এসেছিল। এ নিয়ে জয়দেব বসু তাঁর বইতে লিখেছেন, “১৯৫০ সালের বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা হয়েছিল ১৯৫০ সালের ১৬ মে। ১৫ অথবা ১৬ জুন ব্রাজিলে বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা ছিল ভারতের। কিন্তু তার পর কী ঘটল তা ভারতীয় ফুটবল ইতিহাসে আজও রহস্যের। সেই সুযোগ হারানোর পর আজও বিশ্বকাপ অভিযানের করতে পারেনি ভারত।”
অনেকে বলে থাকেন, খেলার জুতো ছিল না বলে ভারতীয় দলের বিশ্বকাপ খেলা হয়নি। অনেক সময় শোনা যায়, তখনকার ভারতীয় ফুটবলাররা জুতো পরে খেলতে রাজি ছিলেন না এবং ফিফা খালি পায়ে খেলার অনুমতি দেয়নি। তাই ভারতের খেলা হয়নি। কিন্তু জয়দীপের বই এই তত্ত্বকে সমর্থন করে না। বরং ভারতীয় ফুটবল ফেডারেশনের সদিচ্ছাকে নিজের বইয়ে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন তিনি। নিজের বইয়ে জানিয়েছেন, ব্রাজিলের বিশ্বকাপ আয়োজকরা চেয়েছিলেন ভারত আসুক খেলতে। কিন্তু ফেডারেশনের দূরদর্শিতা , ফুটবলারদের আত্মবিশ্বাসের অভাবেই ভারত এ রকম সোনার সুযোগ হাতছাড়া করে। ওই সাংবাদিক নিজের বইয়ে লিখেছেন, আয়োজকরা ভারতের যাওয়ার খরচের একাংশ দিতেও রাজি ছিলেন। কিন্তু তবুও ফান্ড জোগাড়ে আগ্রহ দেখায়নি ফেডারেশন। এই সমস্ত কারণেই বিশ্বকাপের মঞ্চে নিজের নাম লেখাতে পারেনি ভারত।
