AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup: বিশ্বকাপে সর্বাধিক গোলদাতা… রইল নানা তথ্য

Qatar 2022: বিশ্বকাপের একটি সংস্করণে সর্বাধিক গোল করে নজির গড়েছেন কে! ১৯৫৮ সালে সকলকে চমকে দিয়েছিলেন ফ্রান্সের জাস্ট ফন্টেন। সে বারের বিশ্বকাপে ১৩টি গোল করে নজির গড়েন এই ফরাসি ফুটবলার।

FIFA World Cup: বিশ্বকাপে সর্বাধিক গোলদাতা... রইল নানা তথ্য
Image Credit: twitter
| Edited By: | Updated on: Nov 16, 2022 | 6:30 AM
Share

দোহা : শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ। মাঝে বাকি আর মোটে ৪ টে দিন। ২০ শে নভেম্বর শুরু কাতার ফুটবল বিশ্বকাপ (Qatar 2022)। ফাইনাল ১৮ ডিসেম্বর অবধি। এ বার বিশ্বকাপ আয়োজক দেশ কাতার। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম মধ্য প্রাচ্যের কোনও দেশে বিশ্বকাপ দেখবে ফুটবল বিশ্ব। প্রথম বিশ্বকাপ হয় ১৯৩০ সালে। মাঝে কেটে গেছে দীর্ঘ ৯২ বছর। মাঝের কিছু বছর বিশ্বযুদ্ধের কারণে বিশ্বকাপ হয়নি। এটি বিশ্বকাপের ২২তম সংস্করণ। বিশ্বকাপ ফুটবল মানেই উন্মাদনা। আর সেই উন্মাদনার বেশিরভাগ অংশ ওই গোলপোস্টকে ঘিরেই। যাঁরা গোল করেন, তাঁরাই হয়ে ওঠেন সবচেয়ে জনপ্রিয়। এ পর্যন্ত বিশ্বকাপে প্রতিপক্ষের জালে সর্বাধিক বল জড়িয়েছেন এবং বিশ্বকাপের ইতিহাসে একটি সংস্করণে সবচেয়ে বেশি গোল। নানা তথ্য তুলে ধরল TV9Bangla

কাতার বিশ্বকাপে কেউ নতুন রেকর্ড গড়বেন কীনা, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। তার আগে দেখে নেওয়া যাক বিশ্বকাপের একটি সংস্করণে সর্বাধিক গোল করে নজির গড়েছেন কে! ১৯৫৮ সালে সকলকে চমকে দিয়েছিলেন ফ্রান্সের জাস্ট ফন্টেন। সে বারের বিশ্বকাপে ১৩টি গোল করে নজির গড়েন এই ফরাসি ফুটবলার। তবে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলদাতা তিনি নন। ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার গোল সংখ্যায় (১৪ টি) ফন্টেনের রেকর্ড ভাঙেন।

গার্ড মুলারের রেকর্ড অক্ষত থাকে ৩২ বছর। জার্মান ফুটবলারের রেকর্ড ভাঙা হয় জার্মানিতেই। ২০০৬ বিশ্বকাপে ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডো নাজারিও মোট ১৫ গোল করে ছাপিয়ে যান তাঁকে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড জার্মানির মিরোস্লোভ ক্লোজের। বিশ্বকাপের মঞ্চে সবমিলিয়ে ১৬ টি গোল তাঁর। ২০১৪ সালে বড় রোনাল্ডোর সংখ্যা ছাপিয়ে রেকর্ড গড়েন ক্লোজে।

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছেন যাঁরা-

মিরোস্লাভ ক্লোজে (জার্মানি)- ১৬

রোনাল্ডো (ব্রাজিল)- ১৫

গার্ড মুলার (জার্মানি)- ১৪

জাস্ট ফন্টেন (ফ্রান্স)- ১৩

পেলে (ব্রাজিল)- ১২

স্যান্ডোর কোচিস (হাঙ্গেরি)- ১১

যুর্গেন ক্লিন্সম্য়ান (জার্মানি)- ১১

হেলমুট রন (জার্মানি)- ১০

গ্যারি লিনেকার (ইংল্যান্ড)- ১০

গ্য়াব্রিয়েল বাতিস্তুতা (আর্জেন্টিনা)- ১০

তেওফিলো কুবিলাস (পেরু)- ১০

থমাস মুলার (জার্মানি)- ১০

জেগোর লাতো (পোল্যান্ড)- ১০