Just Fontaine Death: প্রয়াত এক বিশ্বকাপে সর্বাধিক গোলদাতা জাস্ট ফন্টেন

Footballer Death: না ফেরার দেশে পাড়ি দিলেন ফরাসি ফুটবল কিংবদন্তি জাস্ট ফন্টেন (Just Fontaine)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

Just Fontaine Death: প্রয়াত এক বিশ্বকাপে সর্বাধিক গোলদাতা জাস্ট ফন্টেন
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2023 | 4:04 PM

প্যারিস: ফুটবল জগতে শোকের ছায়া। না ফেরার দেশে পাড়ি দিলেন ফরাসি ফুটবল কিংবদন্তি জাস্ট ফন্টেন (Just Fontaine)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। এই ফুটবলারের প্রসঙ্গ উঠলেই ১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপের (World Cup) কথা মনে পড়তে বাধ্য। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছিলেন ফরাসি তারকা জাস্ট ফন্টেন। ১৯৫৮ সালের বিশ্বকাপে ৬টি ম্যাচে খেলে জাস্ট ফন্টেন করেছিলেন গুনে গুনে এক, দু’টি নয়… মোট ১৩টি গোল। সে বারের বিশ্বকাপে সকলকে চমকে দিয়েছিলেন ফ্রান্সের জাস্ট ফন্টেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

ফ্রান্সের হয়ে জাস্ট ফন্টেন মাত্র ২১টি ম্যাচে খেলেছিলেন। ১৯৫৩ থেকে ১৯৬০ সাল অবধি দেশের জার্সিতে সেই ২১টি ম্যাচে ৩০টি গোল করেছিলেন জাস্ট ফন্টেন। চোট আঘাতে জর্জরিত জাস্ট ফন্টেনের পেশাদার ফুটবল কেরিয়ার অচিরেই থমকে যায়। মাত্র ২৮ বছর বয়সে তিনি ফুটবলকে বিদায় জানান।

ফরাসি তারকা জাস্ট ফন্টেন তিনটি ক্লাবের হয়ে খেলেছিলেন। ক্লাব কেরিয়ারের আড়াইশোর কাছাকাছি গোল রয়েছে তাঁর নামের পাশে। উল্লেখ্য, ১৯৫০-১৯৫৩ তিনি ইউএসএম ক্যাসাব্লাঙ্কায় ৪৮টি ম্যাচে ৬২টি গোল করেছিলেন। এরপর তিনি নিসের হয়ে (১৯৫৩-১৯৫৬) ৬৯টি ম্যাচে ৪২টি গোল করেছিলেন। ১৯৫৬ সালে রেইমসে যোগ দেন জাস্ট ফন্টেন। সেই ক্লাবে তিনি ১৩১টি ম্যাচে খেলে ১২২টি গোল করেছিলেন।

ফুটবলকে বিদায় জানানোর পর জাস্ট ফন্টেন কোচিংয়ে মন দেন। তিনি ১৯৬৭ সালে ফান্স দলের কোচ ছিলেন। ১৯৬৮-১৯৬৯ তিনি লুসনের হয়ে কোচিং করান। প্যারিসের জনপ্রিয় ক্লাব পিএসজির হয়ে জাস্ট ফন্টেন কোচের দায়িত্ব সামলেছেন ১৯৭৩-১৯৭৬ সাল অবধি। তালাউসে (১৯৭৮-১৯৭৯) এবং মরক্কোর (১৯৭৯-১৯৮১) কোচও ছিলেন জাস্ট ফন্টেন।

কিংবদন্তি জাস্ট ফন্টেনের প্রয়াণের খবরে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছে পিএসজি।