কলকাতা: কোভিড (COVID-19) মোকাবিলায় প্রতিদিনই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন কোনও না কোনও তারকা। বিরাট কোহলি থেকে ঋষভ পন্থ, সুনীল ছেত্রী থেকে বিশ্বনাথন আনন্দ করোনার প্রভাব রুখতে এগিয়ে এসেছেন প্রত্যেকেই। অক্সিজেন সিলিণ্ডার, অক্সিজেন কনসেনট্রেটর, জীবনদায়ী ওষুধ ইত্যাদি সরবরাহে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিরাট কোহলি থেকে ঋষভ পন্থরা। এ বার কোভিড মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ইয়ান ল (Yan Law)।
?Announcement?
.
.
I have decided to Donate all my Salary that I earned in the @NplSuperLeague from @biratnagacityfc towards Covid Relief in India and Nepal equally ????
.
.
Long Live the beautiful Nations ? pic.twitter.com/xFvzg4CYYC— Yan Law (@YanLawOfficial) May 20, 2021
নেপাল সুপার লিগে খেলা (Nepal Super League) ক্লাব বিরাটনগর সিটি এফসির হয়ে কোচিং করিয়েছেন ইয়ান ল। সেখান থেকে উপার্জিত সমস্ত অর্থ কোভিড রিলিফে (Covid relief ) দান করলেন তিনি। উপার্জিত অর্থের ৫০ শতাংশ ভারতের কোভিড রিলিফে এবং বাকি ৫০ শতাংশ নেপালের কোভিড রিলিফে দান করলেন। নেপালের ক্লাব বিরাটনগর সিটি এফসি কোভিড মোকাবিলায় একটি তহবিল গড়েছে। সেখানেই অনুদান করেন ইয়ান ল। ভারতের একটি স্বেচ্ছাসেবী সংস্থার কোভিড রিলিফে নিজের উপার্জিত অর্থের বাকি টাকা দান করলেন তিনি। এ প্রসঙ্গে ইয়ান ল বলেন, ‘করোনা মোকাবিলায় এখন আমাদের সবারই এগিয়ে আসা উচিত। নেপাল সুপার লিগে উপার্জিত সমস্ত অর্থই কোভিড রিলিফে দান করে বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতে পারলাম।’
আই লিগের বেশ কয়েকটি ক্লাবে কোচিং করানোর অফার রয়েছে ইয়ান ল-র কাছে। তবে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেননি। গত বার আইএসএলের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দলের তরফ থেকে ভারতীয় অ্যাসিসট্যান্ট কোচের অফার ছিল তাঁর কাছে। শেষ পর্যন্ত মহমেডান স্পোর্টিংয়ে (Mohammedan Sporting Club) কোচিং করিয়েছিলেন তিনি। তারপর আইজল এফসির হয়ে কোচিং করান ইয়ান ল।