AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শ্রীলঙ্কা সফরে টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়

প্রাক্তন ভারত অধিনায়ক ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (NCA) প্রধান রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এর আগে অনুর্ধ্ব-১৯ এবং ইন্ডিয়া 'এ' দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন। তাই তরুণদের সঙ্গে কাজ করার বেশ ভালো অভিজ্ঞতাই রয়েছে দ্রাবিড়ের। তাই তাঁকেই ভারতীয় দলের কোচ করতে আগ্রহী বিসিসিআই (BCCI)।

শ্রীলঙ্কা সফরে টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়
ফাইল চিত্র
| Updated on: May 20, 2021 | 5:16 PM
Share

নয়াদিল্লি: শ্রীলঙ্কা (Sri Lanka) সফরে ভারতীয় (India) দলের কোচের দায়িত্ব সামলাবেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তবে কোচের ভূমিকায় এটাই প্রথমবার কাজ নয় দ্রাবিড়ের। ২০১৪ সালে তিনি ভারতীয় দলের সঙ্গে পরামর্শদাতা হিসেবে যুক্ত ছিলেন। প্রসঙ্গত জুলাই মাসে শ্রীলঙ্কায় তিনটি একদিনের ম্যাচের সিরিজ ও তিনটি টি-২০ ম্যাচের সিরিজ খেলার কথা টিম ইন্ডিয়ার। সেই সময় বিরাট কোহলিসহ অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রী, ভরত অরুণ ও বিক্রম রাঠোর থাকবেন ইংল্যান্ডে। তাই তাঁদের অনুপস্থিতিতে শ্রীলঙ্কা সফরে, ভারতীয় দলের কোচিং দায়িত্ব তুলে দেওয়া হবে রাহুল দ্রাবিড়ের কাঁধে।

প্রাক্তন ভারত অধিনায়ক ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (NCA) প্রধান রাহুল দ্রাবিড় এর আগে অনুর্ধ্ব-১৯ এবং ইন্ডিয়া ‘এ’ দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন। তাই তরুণদের সঙ্গে কাজ করার বেশ ভালো অভিজ্ঞতাই রয়েছে দ্রাবিড়ের। তাই তাঁকেই ভারতীয় দলের কোচ করতে আগ্রহী বিসিসিআই। একথা জানিয়েছেন বোর্ডেরই এক কর্মকর্তা। তাঁর কথায়, “টিম ইন্ডিয়ার কোচিং স্টাফেরা শ্রীলঙ্কা সফরের সময় যুক্তরাজ্যে থাকবেন। তাই তখন তরুণ দলকে পথ দেখাবেন দ্রাবিড়। তিনি ইন্ডিয়া ‘এ’ দলে থাকা বহু তরুণ ক্রিকেটারের সঙ্গে আগেই কাজ করেছেন। যার ফলে তরুণ ক্রিকেটাররা ওনার সঙ্গে সহজেই নিজেদের সমস্যাগুলি ভাগ করে নিতে পারবেন।”

এই সফরে রাহুল দ্রাবিড়ের সঙ্গে যেতে পারেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সহকর্মী ও সাপোর্ট স্টাফরাও। জুন মাসে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় দল। সেখানে যাওয়ার আগে দেশেই প্রথমে কোয়ারান্টিন (Quarantine) পর্ব কাটাতে হবে ক্রিকেটারদের। তারপর শ্রীলঙ্কায় পৌঁছেও নিভৃতবাস কাটাতে হবে। একদিনের সিরিজ শুরু হবে ১৩ জুলাই। তারপর টি-২০ সিরিজ শুরু হবে ২৭ জুলাই।

আরও পড়ুন: ইতিলিয়ান কাপ জয়ী রোনাল্ডোর জুভেন্তাস