ইতিলিয়ান কাপ জয়ী রোনাল্ডোর জুভেন্তাস

কোপা ইতালিয়ার (Coppa Italia) ফাইনালে কোনও অঘটন ঘটল না। বুধবার কোপা ইতালিয়ার ফাইনালে আতলান্তাকে (Atalanta) ২-১ ব্যবধানে হারিয়েছে জুভেন্তাস (Juventus)। টানা ১০ ম্যাচে অপরাজিত ছিল আতলান্তা। তাই ম্যালিনোভস্কিদের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। কিন্তু শেষ মেশ ট্রফি এসেছে জুভেন্তাস শিবিরে। এই নিয়ে ১৪ বার কোপা ইতালিয়ার চ্যাম্পিয়ন হল জুভেন্তাস। চলতি বছরটা ভালো যাচ্ছে না জুভের। তবে এই জয় খানিকটা হলেও স্বস্তি দেবে আন্দ্রে পিরলোর ছেলেদের।

| Updated on: May 20, 2021 | 4:30 PM
৩১ মিনিটে প্রথম গোল করে জুভেন্তাসকে এগিয়ে দেন কুলুসেভস্কি।(সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

৩১ মিনিটে প্রথম গোল করে জুভেন্তাসকে এগিয়ে দেন কুলুসেভস্কি।(সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

1 / 6
 ৪১ মিনিটে আটলান্টাকে সমতায় ফেরান ম্যালিনোভস্কি।(সৌজন্যে-আতলান্তা টুইটার)

৪১ মিনিটে আটলান্টাকে সমতায় ফেরান ম্যালিনোভস্কি।(সৌজন্যে-আতলান্তা টুইটার)

2 / 6
ম্যাচের ৭৩ মিনিটে জুভেন্তাসের হয়ে জয়সূচক গোলটি করেন ফেডরিকো চিয়েসা।(সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

ম্যাচের ৭৩ মিনিটে জুভেন্তাসের হয়ে জয়সূচক গোলটি করেন ফেডরিকো চিয়েসা।(সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

3 / 6
ইতালিয়ান কাপের ফাইনালে গোল পাননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।(সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

ইতালিয়ান কাপের ফাইনালে গোল পাননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।(সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

4 / 6
জন্মদিনে দারুণ উপহার পেলেন জুভে ম্যানেজার আন্দ্রে পিরলো।(সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

জন্মদিনে দারুণ উপহার পেলেন জুভে ম্যানেজার আন্দ্রে পিরলো।(সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

5 / 6
ট্রফি হাতে পোজ দিয়ে ক্যামেরাবন্দি সিআর সেভেন।(সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

ট্রফি হাতে পোজ দিয়ে ক্যামেরাবন্দি সিআর সেভেন।(সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

6 / 6
Follow Us: