AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ষাটের জন্মদিনে ‘Love Letter’ পেলেন সলমন! কোন নায়িকা খুল্লমখুল্লা জানালেন প্রেমের কথা?

জন্মদিন উপলক্ষে শুক্রবার রাত থেকেই উৎসবের আমেজ সলমনের পনভেলের ফার্মহাউসে। পরিবারের ঘনিষ্ঠ সদস্য ছাড়াও সেখানে হাজির ছিলেন জেনেলিয়া, সঙ্গীতা বিজলানি, হুমা কুরেশি ও রকুল প্রীত সিংয়ের মতো তারকারা। প্রতি বছরের মতো এবারও মাঝরাতে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য কেক কাটেন অভিনেতা।

ষাটের জন্মদিনে 'Love Letter' পেলেন সলমন! কোন নায়িকা খুল্লমখুল্লা জানালেন প্রেমের কথা?
| Updated on: Dec 27, 2025 | 2:01 PM
Share

বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ সলমন খানের ৬০তম জন্মদিন। ষাটের কোঠায় পা দিয়েও তাঁর জনপ্রিয়তায় যে বিন্দুমাত্র ভাটা পড়েনি, তার প্রমাণ মিলল সোশাল মিডিয়ায়। বিশেষ এই দিনে ‘ভাইজান’-এর কাছে এল এক বিশেষ ‘প্রেমপত্র’। সলমনকে নিজের জীবনের ‘প্রথম প্রেম’ বলে জনসমক্ষে স্বীকার করে নিলেন তাঁরই এক সময়ের নায়িকা। জানেন কে তিনি?

২০০৫ সালে সলমন খানের বিপরীতে ‘লাকি: নো টাইম ফর লাভ’ ছবি দিয়ে বলিউডে হাতেখড়ি হয়েছিল স্নেহা উল্লালের। সলমনের ৬০তম জন্মদিনে সেই পুরনো স্মৃতি হাতড়ালেন তিনি। ইনস্টাগ্রামে ছবির শুটিংয়ের কিছু অদেখা মুহূর্ত ও পোস্টার শেয়ার করে স্নেহা লিখেছেন, “তুমি সবসময় আমার জীবনের প্রথম ‘রিল লাভ’ (পর্দার প্রেম) হয়ে থাকবে। তোমার শান্তি ও সুরক্ষা কামনা করি। শুভ জন্মদিন সলমন খান ওরফে আদিত্য!”

স্নেহার এই পোস্ট ঘিরেই এখন নেটপাড়ায় চর্চা তুঙ্গে। ২০০৫ সালে যখন রাশিয়ার প্রেক্ষাপটে তৈরি ‘লাকি’ মুক্তি পেয়েছিল, তখন সলমন-স্নেহা জুটিকে নিয়ে কম আলোচনা হয়নি। বিশেষ করে স্নেহার সঙ্গে ঐশ্বর্য রাইয়ের চেহারার অদ্ভুত মিল সেই সময় শিরোনাম কেড়েছিল।

জন্মদিন উপলক্ষে শুক্রবার রাত থেকেই উৎসবের আমেজ সলমনের পনভেলের ফার্মহাউসে। পরিবারের ঘনিষ্ঠ সদস্য ছাড়াও সেখানে হাজির ছিলেন জেনেলিয়া, সঙ্গীতা বিজলানি, হুমা কুরেশি ও রকুল প্রীত সিংয়ের মতো তারকারা। প্রতি বছরের মতো এবারও মাঝরাতে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য কেক কাটেন অভিনেতা। পাপারাৎজিদের সলমন জানান, এই ভালবাসা এবং আশীর্বাদই তাঁর জীবনের সেরা প্রাপ্তি।

Sneha

রাধিকা রাও এবং বিনয় সাপ্রু পরিচালিত এই ছবিটি ছিল এক যুদ্ধবিধ্বস্ত রাশিয়ার প্রেমকাহিনি। স্কুল যাওয়ার পথে এক রুশ যুবকের হাতে নিগৃহীত হতে গিয়েও আদিত্যের (সলমন) গাড়িতে আশ্রয় নিয়েছিল লাকি (স্নেহা)। সেখান থেকেই শুরু হয় এক রোমহর্ষক ও আবেগপূর্ণ যাত্রা। আজ প্রায় দু’দশক পর সেই স্মৃতির চাদর সরিয়ে সলমনকে শুভেচ্ছা জানালেন তাঁর নায়িকা।