জিদানের বিদায়, নতুন কোচের লড়াইয়ে রাউল

সদ্য শেষ হওয়া মরসুমটা একেবারেই ভালো যায়নি রিয়ালের। ১১ বছর পর এই প্রথম কোনও একটা মরসুমে স্পেনের ক্লাব কোনও ট্রফি পায়নি।

জিদানের বিদায়, নতুন কোচের লড়াইয়ে রাউল
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Updated on: May 27, 2021 | 8:03 PM

মাদ্রিদ: জল্পনার অবসান। পদত্যাগ করলেন জিনেদিন জিদান (Zinedine Zidane)। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করার পর রিয়াল মাদ্রিদের (Real Madrid) তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জিদানের সিদ্ধান্তকে সম্মান জানানোর সময় এটা। এই কয়েক বছরে উনি ক্লাবের প্রতি যে দায়বদ্ধতা, পেশাদারিত্ব দেখিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। জিদান রিয়াল মাদ্রিদের কিংবদন্তি। প্লেয়ার আর কোচ হিসেবে অনেক অবদান।’

প্রশ্ন হল, কে কোচ হতে পারেন রিয়ালের? তিন জনের নাম শোনা যাচ্ছে। মাসিমিলিয়ানো আলেগ্রি, ইন্তার মিলান থেকে সরে দাঁড়ানো আন্তনিও কন্তে এবং রাউল। তবে স্প্যানিশ মিডিয়ার আবার খবর, কথা চালাতে শুরু করলেও কারও সঙ্গে এখনও চূড়ান্ত করেনি ক্লাব।

সদ্য শেষ হওয়া মরসুমটা একেবারেই ভালো যায়নি রিয়ালের। ১১ বছর পর এই প্রথম কোনও একটা মরসুমে স্পেনের ক্লাব কোনও ট্রফি পায়নি। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে চেলসির কাছে হেরে ছিটকে গিয়েছিল জিদানের টিম। লা লিগাতেও (La Liga) দ্বিতীয় থাকতে হয়েছে। সব মিলিয়ে জিদান কিছুটা চাপেই ছিলেন। তবে, জিদান যে রিয়াল ছাড়তে পারেন, এমন একটা গুঞ্জন গত পনেরো দিন ধরে ছিলই। তিনি নাকি টিমের সিনিয়র প্লেয়ারদের বলেও দিয়েছিলেন, মরসুম শেষ হলেই ক্লাব ছাড়বেন। এমন খবরও ছিল স্প্যানিশ মিডিয়ায়।

আরও পড়ুন: ইংল্যান্ডের ব্যাটসম্যানরা আমার বল বুঝতেই পারছিল না: অক্ষর