খোলা চিঠিতে রিয়ালকে তোপ জিদানের

চলতি বছরের শুরু থেকেই জিদানকে নিয়ে নানা কথা উঠছিল ক্লাবে। রিয়াল শেষ পর্যন্ত সাফল্য পায়নি। অভিমান নিয়েই রিয়াল ছেড়েছেন বিশ্বকাপজয়ী ফুটবলার।

খোলা চিঠিতে রিয়ালকে তোপ জিদানের
ফাইল চিত্র

May 31, 2021 | 4:52 PM

মাদ্রিদ: রিয়াল মাদ্রিদ (Real Madrid) থেকে পদত্যাগ করেছিলেন কেন, তা নিয়ে মুখ খোলেননি তিনি। যা নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিল। সেই জিনেদিন জিদানই (Zinedine Zidane) এবার খোলা চিঠি লিখলেন রিয়াল সমর্থকদের। সরাসরি আক্রমণ করলেন ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে।

খোলা চিঠিতে জিদান লিখেছেন, ‘২০ বছর আগে আমি মাদ্রিদে এসেছিলাম। সাদা জার্সিটা সে দিন থেকে পরা শুরু করেছিলাম। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ। তোমাদের বিদায় জানাতেই এই চিঠি লেখা। কেন ক্লাব ছেড়েছি, সেটা তুলে ধরার জন্যও।’

চলতি বছরের শুরু থেকেই জিদানকে নিয়ে নানা কথা উঠছিল ক্লাবে। রিয়াল শেষ পর্যন্ত সাফল্য পায়নি। যা নিয়ে জিদানের ব্যাখ্যা, ‘ফুটবলটা আমি অল্পবিস্তর বুঝি। রিয়ালের মতো ক্লাববে সাফল্য দিতে হলে কী করা দরকার, সেটাও জানি। যেমন জানি, কেউ যখন ট্রফি দিতে পারে না, তখন তাকে দায়িত্ব ছাড়তে হয়। কিন্তু একটা ব্যাপার সবাই ভুলে যাচ্ছে, আমি দিনের পর দিন যে প্রচুর পরিশ্রম করেছিলাম। টিম ও টিমের সঙ্গে জুড়ে থাকা ১৫০ জনের সঙ্গে যে আত্মিক যোগ তৈরি করেছিলাম, সেটাও ভুলে গেল সবাই।’

অভিমান নিয়েই রিয়াল ছেড়েছেন বিশ্বকাপজয়ী ফুটবলার। জিদানের কথায়, ‘একটা ম্যাচ হারের পর আমি খুব আহত হয়েছিলাম কাগজে পড়ে যে, পরের ম্যাচ না জিতলে আমাকে ছাঁটাই করা হবে। শুধু আমি নই, টিমকেও এই ব্যাপারটা খুব আহত করেছিল। কারণ, এই খবরটা প্রেসের কাছে ইচ্ছে করে ফাঁস করে দেওয়া হয়েছিল। যাতে টিমের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ে। এর ফলে টিমের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়।’

আরও পড়ুন: হর্ষল প্যাটেল, রাহুল তেওয়াটিয়াদের সঙ্গে অনুশীলন শেফালির