French Open 2025: ফরাসি ওপেনে দুরন্ত ফল! দ্বিতীয় রাউন্ডে উঠে পড়লেন ভারতের টেনিস তারকা
French Open 2025: অতীতে যা কখনও দেখা যায়নি, তাই হল এ বার। রোহন বোপান্না তো বটেই, শ্রীরাম বালাজি, য়ুকি ভামব্রিও উঠেছেন ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে। ভারতীয় টেনিস প্লেয়াররা দাপট দেখাচ্ছেন ছেলেদের ডাবলসে।

কলকাতা: ফরাসি ওপেনে সাফল্যের ইতিহাস খুব কম নেই। লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি, সানিয়া মির্জারা জিতেছেন খেতাব। এমনকি, রোহন বোপান্নার পকেটেও রয়েছে রোলাঁ গারোর একটা খেতাব। সেখানেই কিনা ফুল ফোটাচ্ছেন তিন ভারতীয়। অতীতে যা কখনও দেখা যায়নি, তাই হল এ বার। রোহন বোপান্না তো বটেই, শ্রীরাম বালাজি, য়ুকি ভামব্রিও উঠেছেন ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে। ভারতীয় টেনিস প্লেয়াররা দাপট দেখাচ্ছেন ছেলেদের ডাবলসে।
বোপান্না তাঁর চেক পার্টনার অ্যাডাম পাভলাসেকের সঙ্গে হারিয়েছেন আমেরিকান জুটি রবার্ট ক্যাশ ও জেজে ট্রেসিকে। প্রথম সেটটা টাইব্রেকার পর্যন্ত গড়ায়। ৭-৬ জিতে নেন বোপান্নারা। পরের সেটটা কিন্তু হেরে গিয়েছিলেন তাঁরা। ৪৩ বছরের যতই পা রাখুন বোপান্না, তিনি অসম্ভব ফিট। হারতে হারতেও ফিরে আসতে জানেন। তৃতীয় সেটটা ৬-১ জিতেছেন তাঁরা। ২ ঘণ্টা ১১ মিনিটের ম্যাচে চারটে ব্রেক পয়েন্ট কাজে লাগিয়েছেন বোপান্নারা। বালাজি আর তাঁর মেক্সিকান পার্টনার মিগুয়েল ভারেলাকে অবশ্য চ্যালেঞ্জ সামলাতে হয়নি। চিনা জুটির বিরুদ্ধে ৫১ মিনিটের ম্যাচে তাঁরা জিতেছেন ৬-২, ৬-১ সেটে।
বোপান্না, বালাজির আগেই দ্বিতীয় রাউন্ডে উঠে পড়েছিলেন য়ুকি। তাঁর আমেরিকান পার্টনার রবার্ট গালোওয়েকে সঙ্গে নিয়ে রবিন হাসে-হেনরিক জেবেন্স। প্রথম সেটটা ৬-৩ জিতেছিলেন য়ুকিরা। পরের সেটটা হেরেছেন ৬-৭। তৃতীয় সেটটা জিতছেন ৬-৩।
