French Open 2025: প্রতিপক্ষ কোকো গফ, স্বপ্নপূরণে মরিয়া বেলারুসের সাবালেঙ্কা
French Open 2025: রোলাঁ গারোয় ফাইনালে আরিয়ানা সাবালেঙ্কার মুখে কোকো গফ। আমেরিকান টেনিস তারকাও ছন্দে রয়েছেন। তবে কোকোর ফর্ম সাবালেঙ্কার মতো আগুনে নয়। মেয়েদের টেনিসে নতুন এক যুগের সূচনা করতে চলেছেন সাবালেঙ্কা?

কলকাতা: এক-একটা পয়েন্টের জন্য লড়াই করবেন তিনি। এক-একটা পয়েন্টের জন্য মরিয়া হয়ে নামবেন কোর্টে। কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লামের অপেক্ষায় বেলারুসের মেয়ে। এ বারের ফরাসি ওপেনে তিনি হট ফেভারিট। শুরু থেকেই দুরন্ত ছন্দে। ফাইনালেও তাঁকে বাজি ধরছে টেনিস দুনিয়া। শনিবার রোলাঁ গারোয় ফাইনালে আরিয়ানা সাবালেঙ্কার মুখে কোকো গফ। আমেরিকান টেনিস তারকাও ছন্দে রয়েছেন। তবে কোকোর ফর্ম সাবালেঙ্কার মতো আগুনে নয়। মেয়েদের টেনিসে নতুন এক যুগের সূচনা করতে চলেছেন সাবালেঙ্কা?
সেমিফাইনালে গত বারের চ্যাম্পিয়ন ইগা স্বোয়াতেককে হারিয়ে চমকে দিয়েছেন সাবালেঙ্কা। প্রথম সেট জিতেছিলেন ৭-৬। কিন্তু দ্বিতীয় সেটে ৪-৬এ হার। তৃতীয় সেটে আবার ইগাকে দাঁড় করিয়ে ৬-০ হারিয়েছেন। ফাইনালে উঠে সাবালেঙ্কা বলেছেন, ‘আমার কাছে এই ফাইনাল সব কিছু। সারা জীবন ধরে শুনে এসেছি, ক্লে কোর্ট আমার জায়গা নয়। অতীতে যা করেছি, তাতে খুব বেশি আত্মবিশ্বাসও পাইনি। দীর্ঘদিন ধরে চেষ্টা করে আমার খেলা খানিকটা হলেও বদলাতে পেরেছি। কোনও সমস্যাই হয়নি। বরং ক্লে-কোর্টে খেলে বেশ ভালোই লেগেছে। এই ট্রফিটা জিততে পারলে দুনিয়াটা মুঠোয় নিয়ে ফেলব। ফাইনালের জন্য আমি মরিয়া হয়ে মাঠে নামব। সর্বস্ব দেব, যাতে ট্রফিটা জিততে পারি।’
কোকো গফকেও একেবারে পিছিয়ে রাখা যাবে না। মীরা আন্দ্রেভাকে হারিয়ে চমকে দিয়েছিলেন লইস বোইসন। তাঁকে আবার সেমিতে অবলীলায় হারিয়েছেন গফ। তাঁর কাছেও প্রথম ফাইনাল। আগ্রাসী টেনিস খেলেন। কিন্তু কোকো গফের মতো শক্ত প্রতিপক্ষকে উড়িয়ে স্বপ্ন মুঠোয় নিতে মরিয়া সাবালেঙ্কা।
