Tokyo Olympics 2020: টোকিওতে সিন্ধুর লড়াই সহজ নয়, বলছেন বিমল কুমার
প্রণীতকে নিয়ে আশাবাদী বিমল কুমার। সাই প্রণীতকে টোকিওতে ডার্ক হর্সও বলছেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন কোচ।

নয়াদিল্লি: টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ভারতের (India) পদক জয়ের আশা রয়েছে ব্যাডমিন্টন বিভাগ থেকে। পিভি সিন্ধু (PV Sindhu), বি সাই প্রণীতের (B Sai Praneeth) দিকে চেয়ে রয়েছে গোটা ভারতবাসী। রিওতে অল্পের জন্য সিন্ধুর সোনা হাতছাড়া হলেও, এ বার তাঁর সোনা পাওয়ার একটা চওড়া রাস্তা রয়েছে। তার অন্যতম কারণ, ক্যারোলিনা মারিন (Carolina Marin) নেই এ বারের অলিম্পিকে। রিওতে মারিনই হারান সিন্ধুকে। রিও অলিম্পিকে সোনাজয়ী ক্যারোলিনা মারিন টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়ানোর ফলে ভারতীয় শাটলার পিভি সিন্ধুর কাছে পদক জয়ের রাস্তা আরও মসৃণ হয়েছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। তবে, ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন কোচ বিমল কুমার (Vimal Kumar) মনে করেন টোকিও অলিম্পিকে ক্যারোলিনা মারিন অনুপস্থিত থাকলেও, পিভি সিন্ধুর কাছে সোনা জেতাটা খুব একটা সহজ কাজ হবে না।
তবে, ভারতের ব্যাডমিন্টনের প্রাক্তন প্রধান কোচ বিমল কুমার বলেন, ‘মারিন সোনা জেতার প্রবল দাবিদার ছিল। ওর অনুপস্থিতি অনুভূত হবে। তবে শুধু তাই নয়, ওর না থাকাটা অনেক শাটলারের কাছে সুবিধাই হবে। পিভি সিন্ধু সোনা জেতার অন্যতম দাবিদার হলেও, এখানে কিন্তু আরও ছ’জন আছেন যারা এই দৌড়ে রয়েছেন।’
বিমল কুমার মনে করেন পিভি সিন্ধুর কাছে সবথেকে কঠিন প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন, বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা চিনের তাই জু ইং, জাপানের নোজোমি ওকুহারা এবং অ্যাকনে ইয়ামাগুচি। তবে এই তালিকায় বাদ নেই চিনের চেন ইউফেই, হে বিঙ্গজিয়াও এবং থাইল্যান্ডের রাতচানক ইন্টানন।
বিমল কুমাল বলেন, “ম্যাচের নির্দিষ্ট দিনে স্থির মস্তিষ্ক এবং শারীরিক দিক থেকে ফিট থাকবে যারা তাদের জন্য সহজ হবে। রাস্তাটা সকলের জন্যই খোলা রয়েছে। এই ছয়জন মেয়ের মধ্যে যে কেউ প্রথম ৩ জন হতে পারে।” আর এক মাসও হাতে নেই। টোকিওর জন্য আরও মনোযোগ দেওয়া দরকার রিওতে রুপো পাওয়া সিন্ধুর। এমনটাই মনে করেন বিমল। তাঁর কথায়, “প্রতিপক্ষের কোথায় দুর্বলতা এই সময় তা খুটিয়ে দেখা দরকার পিভি সিন্ধুর। এটা প্লেয়ারকে যেমন আত্মবিশ্বাসী করে তুলবে পাশাপাশি ট্যাকটিক্সেও উন্নতি করতে সাহায্য করবে।”
পিভি সিন্ধুর পাশাপাশি পুরুষদের সিঙ্গলসে ভারতীয় শাটলার বি সাই প্রণীত এবং পুরুষদের ডবলস জুটি চিরাগ শেট্টি ও সাত্ত্বিকরাজ রানকিরেড্ডি টোকিও অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। প্রণীতকে নিয়ে আশাবাদী বিমল কুমার। সাই প্রণীতকে টোকিওতে ডার্ক হর্সও বলছেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন কোচ। তিনি বলেন, “একজন জুনিয়র হিসেবে আমার সব সময় মনে হয়ে বি সাই প্রণীত অনেকের থেকে বেশি অর্জন করতে পারবে। প্রকাশ পাডুকোনের পরে ওই বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম সেরা। তাই অলিম্পিকে ওর ভালো না করার কোনও কারণ নেই। ও যদি ভালো ড্র পেয়ে যায় ও তা হলে ডার্ক হর্সও হতে পারবে।”
আরও পড়ুন: Tokyo Olympics 2020: পিঠের চোটে টোকিওতে নেই তারকা জ্যাভলিন থ্রোয়ার রোয়েলার
