Tokyo Olympics: অলিম্পিকের জন্য মেয়েদের হকি টিম ঘোষণা

Jun 17, 2021 | 4:29 PM

রানি, সবিতা, দীপ গ্রেস এক্কা, সুশীলা চানু, মণিকা, নিক্কি প্রধান, নভজ্যোত্‍ কৌর, বন্দনা কাটারিয়ার মতো আট সিনিয়র প্লেয়ার রয়েছেন টিমে। এঁদের সবাই আগের রিও অলিম্পিকে ভারতের হয়ে নেমেছিলেন। এঁরা সবাই মিলে ১৪৯২টা ম্যাচ খেলেছেন দেশের হয়ে।

Tokyo Olympics: অলিম্পিকের জন্য মেয়েদের হকি টিম ঘোষণা
টোকিও অলিম্পিকের জন্য মেয়েদের ১৬ জনের দল ঘোষণা করল হকি ইন্ডিয়া

Follow Us

বেঙ্গালুরু: টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) জন্য মেয়েদের ১৬ জনের দল ঘোষণা করল হকি ইন্ডিয়া (Hockey India)। রানি রামপাল, সবিতারা গত দু’বছর ধরেই দারুণ ফর্মে আছেন। টোকিও গেমসে তাঁরা দেশকে পদক দেওয়ার স্বপ্নও দেখাচ্ছেন। যে কারণে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল রাখা হয়েছে।

টিমের চিফ কোচ সোয়ের্দ মারিন বলেছেন, ‘এই টিমটা গত কয়েক বছর ধরে প্রচুর পরিশ্রম করেছে। যে কারণে ধারাবাহিক ভাবে সাফল্যও পেয়েছে। যে কারণে অলিম্পিকের টিম বাছা বেশ কঠিনই ছিল। কিন্তু ফর্মে, অভিজ্ঞতা, তারুণ্য, প্রতিভা— এই চারটে ব্যাপার মাথায় রেখে ১৬ জনের দল বাছা হয়েছে। আমার বিশ্বাস, এই টিমটা টোকিও গেমসে সেরা তুলে ধরতে পারবে। এই টিমটার মধ্যে প্রচুর সম্ভাবনা আছে।’

রানি, সবিতা, দীপ গ্রেস এক্কা, সুশীলা চানু, মণিকা, নিক্কি প্রধান, নভজ্যোত্‍ কৌর, বন্দনা কাটারিয়ার মতো আট সিনিয়র প্লেয়ার রয়েছেন টিমে। এঁদের সবাই আগের রিও অলিম্পিকে ভারতের হয়ে নেমেছিলেন। এঁরা সবাই মিলে ১৪৯২টা ম্যাচ খেলেছেন দেশের হয়ে। কিন্তু রিও অলিম্পিকের পর থেকে ভারতীয় টিমের খোলনলচে অনেকটাই পাল্টে গিয়েছে। পাশাপাশি, ড্র্যাগ ফ্লিকার গুরজিত্‍ কৌর, উদিতা, নিশা, নেহা, নভনীত কৌর, শর্মিলা দেবী, সালিমা তেতে, লালরেমসিয়ামিদের মতো প্রতিভাবানরাও জায়গা করে নিয়েছেন টিমে। এঁদের মধ্যে লালরেমসিয়ামি আবার প্রথম মিজোরামের হকি প্লেয়ার হিসেবে জায়গা করে নিয়েছেন ভারতীয় টিমে।

হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট জ্ঞানেন্দ্র নিঙ্গোমবাম বলেছেন, ‘গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্ষেত্রে ধারাবাহিকতা তুলে ধরেছে মেয়েদের টিম। আমি নিশ্চিত, পুরো টিম অত্যন্ত আত্মবিশ্বাসী। প্রতিপক্ষ যেই হোক না কেন, ভারতের মেয়েরা সেরাটাই দেবে।’

আরও পড়ুন: সময় মুঠোয় নেই, তবু টোকিওর স্বপ্নপূরণে অবিচল দ্যুতি

 

Next Article