AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফের বিশ্ব হকি সংস্থার অ্যাথলিট কমিটিতে শ্রীজেশ

বিশ্ব সংস্থার এক্সিকিউটিভ বোর্ডের ভার্চুয়াল বৈঠকে শ্রীজেশসহ আরও তিন সদস্য কমিটিতে যোগ দিয়েছেন।

ফের বিশ্ব হকি সংস্থার অ্যাথলিট কমিটিতে শ্রীজেশ
ফের বিশ্ব হকি সংস্থার অ্যাথলিট কমিটিতে শ্রীজেশ
| Updated on: May 21, 2021 | 7:17 PM
Share

নয়াদিল্লি: ভারতীয় হকি টিমের গোলকিপার (India hockey team goalkeeper) পি আর শ্রীজেশ (PR Sreejesh) আবার আন্তর্জাতিক হকি ফেডারেশনের অ্যাথলিট কমিটির (FIH Athletes’ Committee) সদস্য নির্বাচিত হলেন। বিশ্ব সংস্থার এক্সিকিউটিভ বোর্ডের ভার্চুয়াল বৈঠকে শ্রীজেশসহ আরও তিন সদস্য কমিটিতে যোগ দিয়েছেন। আন্তর্জাতিক অভিজ্ঞতা, তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা এবং সাফল্যও দেখা হয় এ ক্ষেত্রে। সে দিক থেকে বিচার করলে শ্রীজেশ ভারতের অন্যতম তারকা। যিনি দীর্ঘদিন ধরে নিজের ফর্ম ধরে রেখেছেন।

এক্সিকিউটিভ বোর্ডের তরফে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এফআইএইচের পক্ষ থেকে বলা হয়েছে, “ক্রীড়াবিদদের কমিটির জন্য চারজন নতুন সদস্য নিয়োগ করা হল। শ্রীজেশ পারাত্তু (ভারত), মার্লিনা রেবাচা (পোল্যান্ড), মহম্মদ মিয়া (রাশিয়া) এবং ম্যাট সোয়ান (অস্ট্রেলিয়া)।”

বিশ্ব হকি সংস্থার অ্যাথলিটস কমিটির সদস্য হওয়ার পরে শ্রীজেশ বলেছেন, “গত চার বছরে আমি কেবল খেলোয়াড় হিসাবেই স্বতন্ত্রভাবে উন্নতি করিনি। এফআইএইচ অ্যাথলিটস কমিটির সাথে কাজ করার সুযোগ পাওয়ায়, আমি আমার সহকর্মী হকি প্লেয়ারদের মতামত বোঝার, পর্যবেক্ষণ এবং প্রকাশ করার এক অনন্য সুযোগ পেয়েছি।”

তিনি আরও বলেছেন, “এশিয়ায় নিয়মিত টুর্নামেন্টগুলির (এশিয়ান গেমস, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি, সুলতান আজলান শাহ টুর্নামেন্ট) সাথে যুক্ত থেকেছি আমি। ফলে, এই অঞ্চলের খেলোয়াড়দের সাথে মত বিনিময় করতে পেরেছি। এবং তার ফলে আমি তাদের উদ্বেগ বুঝতে পেরেছি। এফআইএইচ অ্যাথলিটদের সাথে আরও আলোচনা করার সুযোগ পেয়েছি।”

এক্সিকিউটিভ বোর্ডের তরফে এই ভার্চুয়াল মিটিংয়ে গোল্ড টাউন গেমস নামে একটি গেমিং সংস্থার সঙ্গে পাঁচ বছরের চু্ক্তি করেছে। এই সংস্থা হকি ম্যানেজার গেমের বিকাশ করবে। এই গেমটি এখন মোবাইলে পাওয়া যায়। এই বছরের শেষের আগে গেমটি গুগল প্লে ও অ্যাপ স্টোরে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। এই মিটিংয়ে এইআইএইচের বিভিন্ন ইভেন্ট সম্পর্কেও আলোচনা করা হয়েছে। আলোচনার বিষয়গুলি ছিল—প্রো লিগ, আসন্ন টোকিও অলিম্পিক, উন্নয়ন, অর্থনৈতিক দিক, গভর্ন্যান্স, টিভি, কমার্শিয়াল ও মার্কেটিং জ্ঞাপন। আজ, শুক্রবার এফআইএইচ আয়োজিত হকিইনভাইটস ভার্চুয়াল মিটিংয়ে উন্নয়ন, খেলাধূলার ব্যাপারে, লিঙ্গ-সাম্যতা, পদোন্নতি ও অখণ্ডতার মতো বিষয়ে আলোচনা হবে।

আরও পড়ুন: ছুটিতে মেসি, জল্পনা তুঙ্গে