ধোনিকে টপকে কোহলির মুকুটে নতুন পালক
ভারতের সফলতম অধিনায়ক কোহলিই। ভারত অধিনায়কের নামের পাশে ৩৫ টেস্ট জয়।
আমদাবাদ: কোহলির (Virat Kohli) মুকুটে নতুন পালক। দেশের মাটিতে সফলতম অধিনায়ক হলেন কিং কোহলি। মোতেরায় পিঙ্ক টেস্ট জিতে মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) পেছনে ফেলে দিলেন ভারত অধিনায়ক। দেশের মাটিতে ২৯ টেস্টে ২২টি জিতলেন বিরাট। ধোনি ৩০ টেস্টে ২১টি জিতেছিলেন।
.@ImRo45 (25*) finishes the game off with a SIX!
Comprehensive victory for #TeamIndia ???? and we go 2-1 up in the series ?#INDvENG #PinkBallTest @Paytm
Scorecard ? https://t.co/9HjQB6CoHp pic.twitter.com/Dnt8Aw94tk
— BCCI (@BCCI) February 25, 2021
বৃহস্পতিবার দু’দিনের মধ্যেই মোতেরায় পিঙ্ক টেস্টে জয় নিশ্চিত করে ফেলে ভারতীয় দল। চতুর্থ ইনিংসে জয়ের জন্য ভারতের দরকার ছিল মাত্র ৪৯ রান। ৭.৪ ওভারেই কোনও উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যান রোহিত শর্মারা। নবনির্মিত মোতেরায় দুরন্ত জয়ের সঙ্গেই নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেলেন কোহলি। চিপকে দ্বিতীয় টেস্ট জিতেই ধোনিকে ছুঁয়ে ফেলেছিলেন তিনি। এখন সবার সামনে কিং কোহলি।
আরও পড়ুন: বিতর্কে যখন বৃহত্তম মোতেরার পিচ!
এমনিতেই ভারতের সফলতম অধিনায়ক কোহলিই। ভারত অধিনায়কের নামের পাশে ৩৫ টেস্ট জয়। এখানেও কোহলির পরেই আছেন ধোনি। মাহি ৬০ ম্যাচে ২৭ টেস্ট জিতেছেন। অধিনায়ক হিসাবে সৌরভ ২১ টেস্ট জিতেছেন।