Tokyo Olympics 2020: টোকিও গেমসের বক্সিংয়ে শীর্ষবাছাই অমিত, সাতে মেরি
সাম্প্রতিক ফর্মের বিচারে ভারতীয় অ্যাথলিটরা দারুণ জায়গায় রয়েছেন। কুস্তি, বক্সিং, শুটিংয়ের মতো ইভেন্টগুলো কখনওই নিরাশ করে না। প্রতিবারই কিছু না কিছু পদক আসে।

কলকাতা: অলিম্পিকের (Olympics) ইতিহাসে এই প্রথম বোধহয় ভারতীয় অ্যাথলিটদের (Indian Athletes) নিয়ে তৈরি হয়েছে এতটা আগ্রহ। যে নয় ভারতীয় বক্সার (Indian Boxer) টোকিও গেমসে (Tokyo Games) নামবেন, তাঁদের মধ্যে আট বক্সারই প্রথম দশ বাছাইয়ের মধ্যে ঢুকে পড়েছেন। যা এর আগে কখনও হয়নি।
সোমবার যে র্যাঙ্কিং তালিকা প্রকাশ হয়েছে, সেই অনুযায়ী ৫২ কেজি বিভাগে বক্সার অমিত পাঙ্ঘাল (Amit Panghal) অলিম্পিকের শীর্য বাছাই। মেয়েদের ৫১ কেজি বিভাগে মেরি কম (Mary Kom) সাত নম্বর বাছাই। মেয়েদের ৬০ কেজি বিভাগে সিমরনজিত্ কৌর চতুর্থ বাছাই। ৬৯ কেজিতে পাঁচ ও ছয়ে রয়েছেন লভলিনা বোরগোহেইন, পূজা রানি।
সাম্প্রতিক ফর্মের বিচারে ভারতীয় অ্যাথলিটরা দারুণ জায়গায় রয়েছেন। কুস্তি (Wrestling), বক্সিং (Boxing), শুটিংয়ের (Shooting) মতো ইভেন্টগুলো কখনওই নিরাশ করে না। প্রতিবারই কিছু না কিছু পদক আসে। এ বার ট্র্যাক অ্যান্ড ফিল্ডেও (Track and Field) রয়েছে দারুণ প্রত্যাশা। অলিম্পিকের ইতিহাস খতিয়ে দেখলে, সবচেয়ে সফল গেমস ২০১২ সালের লন্ডন। যেখান থেকে ছ’টা পদক এসেছিল। যা এ বার টপকে যেতে পারেন ভারত। আর্চারিতেও এ বার রয়েছে দারুণ সম্ভাবনা। ব্যাডমিন্টন থেকেও আসতে পারে পদক। যদি সব অঙ্ক মেলানো যায়, তা হলে হয়তো পদকের সংখ্যা দু’অঙ্ক ছুঁতে পারে। তা যদি হয়, তা হলে ইতিহাস তৈরি হবে অলিম্পিকে। সেই স্বপ্নকে সামনে রেখেই এগোচ্ছেন অমিত, মেরি কমরা।
আরও পড়ুন: Tokyo Olympics 2020: টোকিওতে সিন্ধুর লড়াই সহজ নয়, বলছেন বিমল কুমার





