দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নকে উড়িয়ে শেষ চারে জারিন

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: arunava roy

Mar 19, 2021 | 6:06 PM

মেয়েদের ৫১ কেজি বিভাগে নিজের বাউটের শুরু থেকে দাপট দেখিয়েছেন জারিন (Nikhat Zareen)।

দুবারের বিশ্ব চ্যাম্পিয়নকে উড়িয়ে শেষ চারে জারিন
দু'বারের বিশ্ব চ্যাম্পিয়নকে উড়িয়ে শেষ চারে জারিন

Follow Us

নয়াদিল্লি: নিখাত জারিনকে (Nikhat Zareen) থামানো যাচ্ছে না। প্রি-কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন (World Champion) পাল্তসেভা একতারিনাকে হারিয়ে চমকে দিয়েছিলেন। কোয়ার্টার ফাইনালে আবার দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন নাজিম কিজাইবে (Nazym Kyzaibay)-কে হারিয়ে বিশ্ব বক্সিংয়ে হইচই ফেলে দিয়েছেন ভারতীয় মেয়ে (Indian Boxer)।

 

মেয়েদের ৫১ কেজি বিভাগে নিজের বাউটের শুরু থেকে দাপট দেখিয়েছেন জারিন। নাজিম ২০১৪ ও ২০১৬ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। কিন্তু জারিনের অতর্কিত আক্রমণ, রিংয়ে দ্রুত জায়গা বদল ধরতেই পারেননি তিনি। ভারতীয় বক্সারের কাছে ১-৪ হেরে গিয়েছেন। সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলেছেন জারিন। ফর্মে থাকা জারিন নামবেন ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী তুরস্কের বক্সার বুসেনাজ চাকিরোগলুর বিরুদ্ধে।

আরও পড়ুন: ক্রিকেটে নতুন বিতর্ক ‘সফ্ট সিগনাল’

একই সঙ্গে শেষ চারে পা রাখলেন ভারতের গৌরব সোলাঙ্কিও। ৫৭ কেজি বিভাগে কাজাখস্তানের আয়কোল মিজানকে ৪-১ হারিয়েছেন। সেমিফাইনালে তিনি নামবেন আর্জেন্তিনার নির্কো কুয়েলোর বিরুদ্ধে।
জারিন ও গৌরবই ভারতের ভরসার মুখ কাজাখস্তানের বক্সিং টুর্নামেন্টে। দু’জনই দারুণ ফর্মে আছেন। সোনার পদক জেতার অন্যতম দাবিদার।

Next Article