Sreyas Iyer Injured: পাঁজরে গুরুতর চোট-ইন্টারনাল ব্লিডিং, ICU-তে ভর্তি শ্রেয়স আইয়ার

Indian Cricket Team: বড় ধাক্কা ভারতীয় ক্রিকেট টিমে। আইসিইউতে ভর্তি হলেন শ্রেয়স আইয়ার। পাঁজরে গুরুতর চোট পেয়ে রবিবারই সিডনির একটি হাসপাতালে ভর্তি করানো হয় শ্রেয়সকে।  চোট গুরুতর হওয়ায় তড়িঘড়ি আইসিইউতে স্থানান্তরিত করা হয় শ্রেয়সকে।

Sreyas Iyer Injured: পাঁজরে গুরুতর চোট-ইন্টারনাল ব্লিডিং, ICU-তে ভর্তি শ্রেয়স আইয়ার
হাসপাতালে ভর্তি শ্রেয়স আইয়ার।Image Credit source: X

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 27, 2025 | 12:26 PM

সিডনি: ভারতীয় ক্রিকেট টিমে বড় ধাক্কা। আইসিইউতে ভর্তি হলেন ওডিআই ভাইস ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। পাঁজরে গুরুতর চোট পেয়ে রবিবারই সিডনির একটি হাসপাতালে ভর্তি করানো হয় শ্রেয়সকে।  চোট গুরুতর হওয়ায় তড়িঘড়ি আইসিইউতে স্থানান্তরিত করা হয় শ্রেয়সকে। এই আঘাত প্রাণঘাতী হতে পারত।

জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচ চলাকালীন ক্যাচ ধরতে গিয়ে বাম দিকের পাঁজরে আঘাত লাগে। ড্রেসিং রুমে ফেরার পরই বিসিসিআই মেডিক্যাল টিম পরীক্ষা করে এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি। পরীক্ষায় ধরা পড়ে যে পাঁজরের আঘাত থেকে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে।  তারপরই তাঁকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়। 

ভারতীয় ক্রিকেট টিমের এক সূত্র মারফত জানা গিয়েছে, “আগামী দুই থেকে সাতদিন শ্রেয়সকে পর্যবেক্ষণে রাখা হবে। রক্তক্ষরণের জন্য যে ইনফেকশন হয়, তা রোখা দরকার। কত দ্রুত রিকভারি হচ্ছে, তার উপরে নির্ভর করছে কতদিন পর্যবেক্ষণে রাখা হবে। টিমের চিকিৎসক ও ফিজিও কোনও ঝুঁকি নিতে চাননি, দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে অবস্থা স্থিতিশীল কিন্তু এটা প্রাণঘাতীও হতে পারত। ওঁ দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আশা করছি।”

চোট লাগার পরই মনে করা হয়েছিল যে তিন সপ্তাহের জন্য হয়তো মাঠের বাইরে থাকবেন শ্রেয়স। তবে এখন মনে করা হচ্ছে যে সুস্থ হতে আরও বেশিদিন সময় লাগতে পারে। কতদিন বাদে আবার বাইশ গজে ফিরবেন, তা এখনই বলা যাচ্ছে না।