ISL, Kolkata Mini Derby: মিনি ডার্বির আগে মেসিদের গোল করা শেখালেন অস্কার

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 16, 2025 | 12:09 AM

East Bengal vs Mohammedan SC: প্লে-অফের সম্ভাবনা অঙ্কে থাকলেও ইস্টবেঙ্গেল শিবিরে আর সেই আত্মবিশ্বাস নেই। গত ম্যাচটিতে জিতলে তবু কিছুটা থাকত। ইন্ডিয়ান সুপার লিগে এ মরসুমেও কার্যত খালি হাত। আজ আইএসএলে কলকাতা মিনি ডার্বি। ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিং দু-দলই কার্যত টেবলের শেষ দিকে। কিন্তু ঐতিহ্যের ম্যাচ। মিনি ডার্বির আগে বিশেষ প্র্যাক্টিসেও দেখা গেল মেসিদের।

1 / 8
প্লে-অফের সম্ভাবনা অঙ্কে থাকলেও ইস্টবেঙ্গেল শিবিরে আর সেই আত্মবিশ্বাস নেই। গত ম্যাচটিতে জিতলে তবু কিছুটা থাকত।

প্লে-অফের সম্ভাবনা অঙ্কে থাকলেও ইস্টবেঙ্গেল শিবিরে আর সেই আত্মবিশ্বাস নেই। গত ম্যাচটিতে জিতলে তবু কিছুটা থাকত।

2 / 8
ইন্ডিয়ান সুপার লিগে এ মরসুমেও কার্যত খালি হাত। আজ আইএসএলে কলকাতা মিনি ডার্বি। ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিং দু-দলই কার্যত টেবলের শেষ দিকে।

ইন্ডিয়ান সুপার লিগে এ মরসুমেও কার্যত খালি হাত। আজ আইএসএলে কলকাতা মিনি ডার্বি। ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিং দু-দলই কার্যত টেবলের শেষ দিকে।

3 / 8
ঐতিহ্যের, মর্যাদার ম্যাচে জিততে মরিয়া দু-দলই। মহমেডান স্পোর্টিং ফুটবলারদের কাছে এটি বড় ম্যাচ।

ঐতিহ্যের, মর্যাদার ম্যাচে জিততে মরিয়া দু-দলই। মহমেডান স্পোর্টিং ফুটবলারদের কাছে এটি বড় ম্যাচ।

4 / 8
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভালো পারফর্ম করতে পারলে প্রাপ্তিটা অনেক বেশি হবে তাঁদের কাছে।

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভালো পারফর্ম করতে পারলে প্রাপ্তিটা অনেক বেশি হবে তাঁদের কাছে।

5 / 8
ইস্টবেঙ্গলের কাছে একদিকে যেমন মর্যাদার ম্যাচ তেমনই এএফসি টুর্নামেন্ট, সুপার কাপের জন্য দল গুছিয়ে নেওয়ার সুযোগও।

ইস্টবেঙ্গলের কাছে একদিকে যেমন মর্যাদার ম্যাচ তেমনই এএফসি টুর্নামেন্ট, সুপার কাপের জন্য দল গুছিয়ে নেওয়ার সুযোগও।

6 / 8
মিনি ডার্বির আগে দিমিত্রিয়স ও কিছুদিন আগেই দলে যোগ দেওয়া নতুন বিদেশি রাফায়েল মেসিকে শুধুমাত্র গোলের প্র্যাক্টিস করিয়ে গেলেন অস্কার।

মিনি ডার্বির আগে দিমিত্রিয়স ও কিছুদিন আগেই দলে যোগ দেওয়া নতুন বিদেশি রাফায়েল মেসিকে শুধুমাত্র গোলের প্র্যাক্টিস করিয়ে গেলেন অস্কার।

7 / 8
আশা জাগিয়েও হতাশাজনক পারফরম্যান্সে অস্কারের প্রতি ক্ষুব্ধ লাল-হলুদ সমর্থকরা। এতে সমর্থকদের কোনও ভুল দেখছেন না ইস্টবেঙ্গল কোচ।

আশা জাগিয়েও হতাশাজনক পারফরম্যান্সে অস্কারের প্রতি ক্ষুব্ধ লাল-হলুদ সমর্থকরা। এতে সমর্থকদের কোনও ভুল দেখছেন না ইস্টবেঙ্গল কোচ।

8 / 8
এমন পারফরম্যান্স যে সমর্থকদের মনে আঘাত করতে পারে তা মেনে নেন। পাশাপাশি এই পারফরম্যান্সের জন্য টিম, ক্লাব, টিম ম্যানেজমেন্ট সকলেরই দায় রয়েছে, জানিয়ে দিলেন অস্কার। ছবি: ইমামি ইস্টবেঙ্গলের সৌজন্য়ে

এমন পারফরম্যান্স যে সমর্থকদের মনে আঘাত করতে পারে তা মেনে নেন। পাশাপাশি এই পারফরম্যান্সের জন্য টিম, ক্লাব, টিম ম্যানেজমেন্ট সকলেরই দায় রয়েছে, জানিয়ে দিলেন অস্কার। ছবি: ইমামি ইস্টবেঙ্গলের সৌজন্য়ে