টিকা নিয়েই টোকিওতে সমস্ত ভারতীয়: IOA

May 27, 2021 | 4:19 PM

প্রত্যেকের সুরক্ষার কথা ভেবেই আগেভাগে অ্যাথলিটদের টিকা দেওয়ার ব্যবস্থা করে আইওএ। টোকিওতে উড়ে যাওয়ার আগেও প্রত্যেকের করোনা পরীক্ষা করবে ভারতীয় অলিম্পিক সংস্থা।

টিকা নিয়েই টোকিওতে সমস্ত ভারতীয়: IOA
সৌজন্যে-টুইটার

Follow Us

নয়াদিল্লি: অলিম্পিকে (Olympics) খেলতে যাওয়ার আগে সমস্ত ভারতীয় অ্যাথলিটদেরই (Indian Athletes) টিকাকরণ (Vaccination) হয়ে যাবে। জানিয়ে দিল ভারতীয় অলিম্পিক সংস্থা (IOA)। করোনার প্রতিষেধক নিয়ে তবেই টোকিও উড়ে যাবেন ভারতীয়রা। শুধু অংশগ্রহণকারী অ্যাথলিটরাই নন, তাদের সাপোর্ট স্টাফ এবং টেকনিক্যাল টিম যারা টোকিওতে দলের সঙ্গে যাবেন তাদেরও টিকাকরণ হয়ে যাবে। এমনই আশ্বাস ভারতীয় অলিম্পিক সংস্থার।

অনেক অ্যাথলিটদের দ্বিতীয় ডোজও নেওয়া হয়ে যাবে টোকিওতে যাওয়ার আগে। অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলিটদের টিকাকরণের ব্যবস্থা অনেক আগে থেকেই শুরু করেছিল ভারতীয় ক্রীড়ামন্ত্রক। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং টোকিও অলিম্পিকের আয়োজক কমিটিকেও আইওএ জানিয়ে দিয়েছে, ভারতীয় অ্যাথলিটরা প্রতিষেধক নিয়েই জাপানে খেলতে নামবেন। যাদের দ্বিতীয় ডোজ বাকি রয়েছে, তাদের জন্যও ব্যবস্থা করছে ভারতীয় অলিম্পিক সংস্থা।

প্রত্যেকের সুরক্ষার কথা ভেবেই আগেভাগে অ্যাথলিটদের টিকা দেওয়ার ব্যবস্থা করে আইওএ। টোকিওতে উড়ে যাওয়ার আগেও প্রত্যেকের করোনা পরীক্ষা করবে ভারতীয় অলিম্পিক সংস্থা। গত ২২ তারি আইওএর নির্দেশিকায় বলা হয়েছিল, ১৯ জন ভারতীয় অ্যাথলিটের ইতিমধ্যেই করোনা প্রতিষেধকের দুটো জোজ নেওয়া হয়ে গিয়েছে।

আরও পড়ুন: কোচিং স্টাইলই চাপে ফেলল জাস্টিন ল্যাঙ্গারকে

Next Article