AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, DDCA: দিল্লি ক্রিকেট সংস্থায় হুমকি মেইল, তদন্ত শুরু পুলিশের

India vs Pakistan: কদিন আগেই ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের আগে বাংলা ক্রিকেট সংস্থার কাছে এমন হুমকি মেইল এসেছিল। যদিও সেটি ভুয়ো মেইল ছিল। তবে নিরাপত্তায় কোনও ত্রুটি রাখা হয়নি। এ বার দিল্লি ক্রিকেট সংস্থার কাছে এমনই হুমকি মেইল এল।

IPL 2025, DDCA: দিল্লি ক্রিকেট সংস্থায় হুমকি মেইল, তদন্ত শুরু পুলিশের
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: May 09, 2025 | 6:59 PM

এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বোর্ডের তরফে সরকারি ভাবে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়েছে। ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে নিরাপত্তার কারণে এমন নানা সিদ্ধান্তই নেওয়া হয়েছে। এর মাঝে আইপিএল এবং বিভিন্ন ম্যাচ ভেনুতে হুমকিও এসেছে। কদিন আগেই ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের আগে বাংলা ক্রিকেট সংস্থার কাছে এমন হুমকি মেইল এসেছিল। যদিও সেটি ভুয়ো মেইল ছিল। তবে নিরাপত্তায় কোনও ত্রুটি রাখা হয়নি। এ বার দিল্লি ক্রিকেট সংস্থার কাছে এমনই হুমকি মেইল এল।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এ বারের আইপিএলের বেশ কিছু ম্যাচ রয়েছে। তেমনই ম্যাচ বাকিও ছিল। আপাতত আইপিএল স্থগিত থাকায় ম্যাচ হচ্ছে না। নয়তো ১১ মে এই দিল্লি-গুজরাট ম্যাচ হত। এ দিন দিল্লি ক্রিকেট সংস্থার এক শীর্ষকর্তা সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এই হুমকি মেইল আসার কথা নিশ্চিত করেছেন।

দিল্লি ক্রিকেট সংস্থার সেই কর্তা বলেছেন, ‘হ্যাঁ, আমার এমন একটা মেইল পেয়েছি। ইতিমধ্যেই দিল্লি পুলিশকে সেটা আমরা পাঠিয়ে দিয়েছি। দ্রুত এই বিষয়টি খতিয়ে দেখতে। তারা ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে এবং এই মাঠ পর্যবেক্ষণও করেছে।’ ভারত সরকারের অপারেশন সিঁদুরের পর এমন অনেক হুমকি মেইল আসছে। তবে নিরাপত্তার কারণে কোনও বিষয়কেই হালকা ভাবে নেওয়া হচ্ছে না।