IPL 2021 Points Table: আইপিএলের আট ম্যাচের পর পয়েন্ট টেবলে কোন দল কোন স্থানে রয়েছে জেনে নিন…
জেনে নেওয়া যাক এই আট ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের (IPL Points Table) শীর্ষে রয়েছে কোন দল...
কলকাতা: শুক্রবার আইপিএলের (IPL) অষ্টম ম্যাচ হয়েছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কেএল রাহুলের পঞ্জাব কিংস (Punjab Kings) এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এ দিনের ম্যাচে চেন্নাই সুপার কিংসের জার্সিতে ২০০ ম্যাচ খেলার নজির গড়েছেন মাহি। পাশাপাশি আইপিএল-১৪-তে প্রথম জয় পেল ক্যাপ্টেন কুলের দল। কেএল রাহুলদের হারিয়ে, ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে ধোনিব্রিগেড। এই ম্যাচের আগে পর্যন্ত ধোনির দল পয়েন্ট টেবলের সব থেকে নীচে ছিল। আইপিএলে এখনও পর্যন্ত মোট আটটি ম্যাচ হয়েছে। জেনে নেওয়া যাক এই আট ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের (IPL Points Table) শীর্ষে রয়েছে কোন দল…
এই আট ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষস্থান ধরে রেখেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট +০.১৭৫। পঞ্জাবকে অষ্টম ম্যাচে হারিয়ে পয়েন্ট টেবলের দু’নম্বরে উঠে এসেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সিএসকের নেট রান রেট +০.৬১৬। তৃতীয় স্থানে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের নেট রান রেট +০.২২৫। ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস রয়েছে চার নম্বরে। দিল্লির নেট রান রেট +০.১৯৫। পাঁচ থেকে আট নম্বরে রয়েছে যথাক্রমে — রাজস্থান রয়্যালস (নেট রান রেট +০.০৫২), কলকাতা নাইট রাইডার্স (নেট রান রেট +০.০০০), পঞ্জাব কিংস (নেট রান রেট -০.৯০৯) এবং লিগ তালিকার সব থেকে নীচে সানরাইজার্স হায়দরাবাদ (নেট রান রেট -০.৪০০)।
আরও পড়ুন: বিবাহবার্ষিকীতে স্ত্রীকে কী লিখলেন জাডেজা?