AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে কী লিখলেন জাডেজা?

'আমাদের পঞ্চম বিবাহবার্ষিকী!! ভালোবাসা দিয়ে ও শান্তিতে আমরা এই যাত্রা চালিয়ে যাব।' এই বার্তাই ভারতীয় দলের তারকা অলরাউন্ডার লিখেছেন তাঁর স্ত্রীর (Riva Solanki) উদ্দেশ্যে। আজ তাঁদের পঞ্চম বিবাহবার্ষিকী (Wedding Anniversary)। বর্তমানে জাডেজা (Ravindra Jadeja) ব্যাস্ত আইপিএল-১৪ (IPL) তে। ৫ বছর আগে আজকের দিনেই রিভা-জাডেজার চার হাত এক হয়েছিল।

| Updated on: Apr 17, 2021 | 4:30 PM
Share
রবীন্দ্র জাডেজার বোন নয়নার বান্ধবী রিভা। সেই সূত্রেই রিভার সঙ্গে জাডেজার প্রথম দেখা হয়েছিল এক পার্টিতে।

রবীন্দ্র জাডেজার বোন নয়নার বান্ধবী রিভা। সেই সূত্রেই রিভার সঙ্গে জাডেজার প্রথম দেখা হয়েছিল এক পার্টিতে।

1 / 5
২০১৬ সালের আইপিএল চলাকালীন রিভা সোলাঙ্কির সঙ্গে গাঁটছড়া বাঁধেন রবীন্দ্র জাডেজা।

২০১৬ সালের আইপিএল চলাকালীন রিভা সোলাঙ্কির সঙ্গে গাঁটছড়া বাঁধেন রবীন্দ্র জাডেজা।

2 / 5
এই ছবি পোস্ট করেই স্ত্রী রিভাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।

এই ছবি পোস্ট করেই স্ত্রী রিভাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।

3 / 5
রাজকোটে বিশাল ধুমধাম করে জাডেজা-রিভার বিয়ে হয়েছিল।

রাজকোটে বিশাল ধুমধাম করে জাডেজা-রিভার বিয়ে হয়েছিল।

4 / 5
রবীন্দ্র জাডেজা রাজপুত বলে, বিয়ের রীতি অনুযায়ী বন্দুক চালিয়েছিলেন। তাই জাডেজার বিয়ে ঘিরে বিতর্কও তৈরি হয়েছিল। (সৌজন্যে-রবীন্দ্র জাডেজা ইন্সটাগ্রাম ও টুইটার)

রবীন্দ্র জাডেজা রাজপুত বলে, বিয়ের রীতি অনুযায়ী বন্দুক চালিয়েছিলেন। তাই জাডেজার বিয়ে ঘিরে বিতর্কও তৈরি হয়েছিল। (সৌজন্যে-রবীন্দ্র জাডেজা ইন্সটাগ্রাম ও টুইটার)

5 / 5