AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salt Lake Stadium: মেসিপর্বে সব ভন্ডুল! কবে সেরে উঠবে যুবভারতী?

Yuva Bharati Chaos: তদন্ত এগিয়ে গেলেও যুবভারতীর সংস্কার কবে হবে? এটাই এখন প্রশ্ন আম ফুটবলপ্রেমীদের। ১৩ ডিসেম্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিয়েছেন অরূপ বিশ্বাস। স্টেডিয়ামের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে রাজ্যের পূর্ত দফতর। সূত্রের খবর, সিটের অনুমতি মিললেই স্টেডিয়াম পুনর্নির্মাণের কাজ শুরু হবে।

Salt Lake Stadium: মেসিপর্বে সব ভন্ডুল! কবে সেরে উঠবে যুবভারতী?
কবে থেকে হবে কাজ?Image Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Dec 21, 2025 | 11:07 PM
Share

কলকাতা: যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনা এখনও ভুলতে পারছে না ফুটবলপ্রেমীরা। মাঠে মেসিকে ঠিক মতো দেখতে না পেয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন দর্শকরা। যুবভারতী ক্রীড়াঙ্গন সেদিন যেন রণাঙ্গনে পরিণত হয়েছিল। স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গ্যালারির সিসিটিভি ফুটেজ দেখে বাকিদেরও শণাক্ত করার চেষ্টায় বিধাননগর গোয়েন্দা দফতর।সূত্রের খবর, সরকারি সম্পত্তি নষ্টের জন্য গ্রেফতারের সংখ্যা আরও বাড়তে পারে। তবে সেদিন পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়ছে না বিরোধী শিবির। এমনকি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ও আয়োজক সংস্থার ভূমিকা কি ছিল তাও খতিয়ে দেখছে বিশেষ তদন্তকারী দল।

যুবভারতী ক্রীড়াঙ্গনে অশান্তির ঘটনায় সিটের সদস্যের সংখ্যাও ৪ থেকে বেড়ে ৮ করা হয়েছে। ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্তকে গ্রেফতারের পর বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ পর্ব চলেছে।

তদন্ত এগিয়ে গেলেও যুবভারতীর সংস্কার কবে হবে? এটাই এখন প্রশ্ন আম ফুটবলপ্রেমীদের। ১৩ ডিসেম্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিয়েছেন অরূপ বিশ্বাস। স্টেডিয়ামের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে রাজ্যের পূর্ত দফতর। সূত্রের খবর, সিটের অনুমতি মিললেই স্টেডিয়াম পুনর্নির্মাণের কাজ শুরু হবে।

আইএসএল নিয়ে এখনও ধোঁয়াশা অব্যাহত। দেশের ফুটবলের চরম সংকটের মধ্যেই লিওনেল মেসিকে ঘিরে তুমুল উন্মাদনা আর কোটি কোটি টাকার ব্যবসা দেখেছে ফুটবলমহল। দেশের সর্বোচ্চ লিগের জট কাটাতে আসরে নেমেছে ক্রীড়ামন্ত্রকও। কিন্তু সুদিন কবে আসবে? সেই আশায় ফুটবলভক্তরা।

এই ডিসেম্বরে অন্য সময় আইএসএলের প্রথম পর্ব প্রায় শেষ হয়ে যায়। অথচ এবছর এখনও লিগ শুরু হয়নি।

যুবভারতী কবে সেরে উঠবে তা নিয়ে উদ্বেগে ফুটবল সমর্থকরা। স্টেডিয়ামের লোয়ার টিয়ার বিশেষভাবে ক্ষতিগ্রস্ত। একাধিক বাকেট সিট সেদিন নষ্ট হয়েছে। ভাঙচুর করা হয়েছে টানেলের উপরের অংশে। গোলপোস্ট, নেট সর্বত্র চলেছে তাণ্ডব। যুবভারতীর মাঠের অবস্থা নিয়েও একটা উদ্বেগ থেকে যাচ্ছে। প্রাথমিক ভাবে ওপর থেকে দেখলে কিছু বোঝা যাচ্ছে না। মাঠের ভেতর সেদিন যেভাবে উন্মত্ত দর্শকরা বাকেট সিট উপরে ফেলে বিশৃঙ্খলা চালিয়েছেন তা নিয়ে চিন্তা থেকেই যায়। তলার মাটি কতটা ফুটবল উপযোগ্য আছে তা দেখতে হবে। স্টেডিয়াম সংস্কার করতে গেলেও প্রথম ধাপ হিসেবে দরকার সিটের সবুজ সংকেত। রাজ্যে কিশোরভারতী স্টেডিয়ামে আইএসএলের ম্যাচ অনুষ্ঠিত হলেও, যুবভারতীর মতো দর্শকাসন নেই। বিশেষজ্ঞদের মতে, যুবভারতী সংস্কারে অনেকটা সময় তো লাগবেই! মেসি, ডি’পল,সুয়ারেজরা ভারত সফর শেষ করে দেশে ফিরে গিয়েছেন। দেশের ফুটবল আর রাজ্যের প্রধান ফুটবল স্টেডিয়ামের শ্রী এখন কবে ফিরবে; সেই আশাতেই ফুটবলজনতা।