হারের হ্যাটট্রিকে বিদায় শ্রীকান্তের

গ্রুপ লিগের তিনটে ম্যাচে হেরে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস থেকে ছিটকে গেলেন কিদাম্বি শ্রীকান্ত।

হারের হ্যাটট্রিকে বিদায় শ্রীকান্তের
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Updated on: Jan 29, 2021 | 3:24 PM

ব্যাঙ্কক: গ্রুপ লিগের তিনটে ম্যাচে হেরে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস (World Tour finals) থেকে ছিটকে গেলেন কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth)। এ দিন ২১-১২, ১৮-২১, ১৯-২১ গেমে হারেন হংকংয়ের কা লংয়ের কাছে। মাত্র ৬৫ মিনিটেই শেষ খেলা। আগের দুটো ম্যাচে যে ভাবে হেরেছেন বিপক্ষের কাছে, এই ম্যাচেও যেন তারই অ্যাকশন রিপ্লে দেখা গেল।

আরও পড়ুন: গান আর জিমে কোয়ারান্টিন কাটাচ্ছেন বিরাট

What Bengal Thinks Today

লংয়ের বিরুদ্ধে প্রথম গেমটা শ্রীকান্ত চমত্‍কার শুরু করেছিলেন, ২১-১২ হারিয়ে। দেখে মনে হচ্ছিল, কাঙ্খিত ফর্মটা ফিরে পেয়েছেন ভারতীয় শাটলার। পরের গেমেই আর কোনও ঝাঁঝ খুঁজে পাওয়া যায়নি। ২১-১৮ হেরেও বসেন। তৃতীয় গেমটাতে কিন্তু শ্রীকান্ত বেশ লড়াই করেছেন। একটা সময় এগিয়েও ছিলেন। কিন্তু বিপক্ষকে আটকে রাখতে পারেননি।

আরও পড়ুন: ইশান্তের সঙ্গে বোলিং করার জন্য মুখিয়ে আছেন সিরাজ