ইশান্তের সঙ্গে বোলিং করার জন্য মুখিয়ে আছেন সিরাজ

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছেন মহম্মদ সিরাজ।

ইশান্তের সঙ্গে বোলিং করার জন্য মুখিয়ে আছেন সিরাজ
ইশান্তের সঙ্গে বোলিং করার জন্য মুখিয়ে আছেন সিরাজ
Follow Us:
| Updated on: Jan 29, 2021 | 2:49 PM

চেন্নাই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ টেস্টে ১৩ উইকেট পেয়েছেন। যার মধ্যে গাব্বা টেস্টে রয়েছে পাঁচ উইকেট। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। চেন্নাই প্রথম টেস্ট শুরু ৫ ফেব্রুয়ারি। চেন্নাইয়ে পৌঁছে ভারতীয় টিম কোয়ারান্টিনে রয়েছে। তারই মধ্যে সিরাজ বলে দিয়েছেন, ‘দেশের হয়ে সেরাটা দেওয়াই আমার একমাত্র লক্ষ্য। অস্ট্রেলিয়ায় যে ভাবে টিমকে টেস্ট সিরিজ জেতানোর চেষ্টা করেছি, ঠিক সেভাবেই দেশের মাঠে ইংল্য়ান্ডের বিরুদ্ধে সেরাটা দিতে চাই।’

What Bengal Thinks Today

আরও পড়ুন: প্রথম দুটো ইংল্যান্ড টেস্ট খেলাবেন দেশীয় আম্পায়াররা

অস্ট্রেলিয়ায় অভিষেক হওয়ার পর থেকেই টিমের সিনিয়রদের পাশে পেয়েছেন সিরাজ। যা তাঁকে খুব তাড়াতাড়ি পরিণত করেছে। সিরাজ বলছেনও, ‘অস্ট্রেলিয়া সিরিজ থেকে আমি অনেক কিছু শিখেছি। ড্রেসিংরুম থেকে নেটে, পূজারা, রাহানে, সামি, রোহিতভাইদের মতো টিমের সিনিয়ররা প্রচুর সাহায্য করেছে। কোচ রবি স্যারও পাশে থেকেছেন সব সময়। অস্ট্রেলিয়া সফরে যা শিখেছি, সেটাই কাজে লাগাতে ইংল্যান্ডের বিরুদ্ধে।’

আরও পড়ুন: পার্কে জোকার, চিড়িয়াখানায় সেরেনা

মহম্মদ সামির চোট ভারতীয় টিমে জায়গা করে দিয়েছিল সিরাজকে। ইংল্যান্ডের বিরুদ্ধে ইশান্ত শর্মার (Ishant Sharma) মতো সিনিয়রকে পাচ্ছেন। সিরাজের কথায়, ‘ঘরের মাঠে খেলছি না বিদেশে, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমার পারফরম্যান্স টিমকে জেতাচ্ছে কিনা, সেটাই আসল। আর তাই নিজেকে ইংল্যান্ড সিরিজের জন্য তৈরি করছি। এর আগে আমি বুমরা, সামি ভাইয়ের সঙ্গে বল করেছি। তবে এই প্রথম ইশান্ত শর্মার সঙ্গে বল করার সুযোগ পাব। ওর কাছ থেকে অনেক কিছু শিখতে চাই।’

আরও পড়ুন: জয় কাকে বলে, ভুলেই গিয়েছেন সুনীল