Mohun Bagan: এপার বাংলায় রবসন, বাগান জনতার মধ্যমণি হতে চান ব্রাজিলিয়ান ফুটবলার

Mohun Bagan Footballer Robson: ওপার বাংলায় ফুল ফোটানোর পর এবার এপার বাংলাতেও জনপ্রিয় হতে চান রবসন। বাংলা তিনি ভালোই বোঝেন। সাংবাদিক সম্মেলনে বাংলা ভাষাও শোনা গেল তাঁর মুখে।

Mohun Bagan: এপার বাংলায় রবসন, বাগান জনতার মধ্যমণি হতে চান ব্রাজিলিয়ান ফুটবলার
Image Credit source: ScreenGrab

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 02, 2025 | 7:09 PM

কলকাতা: মরসুমের গোড়া থেকেই বাগান জনতার নজরে ছিলেন তিনি। শহরে গতকাল পা রেখেই আজ অনুশীলনে নেমে পড়লেন ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রোবিনহো। এ বছরের শুরুতেই ব্রাজিলিয়ান অ্যাটাকারকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল ইস্টবেঙ্গল। তবে সেই জল বেশিদূর গড়ায়নি। একদা ছাত্রকে হাতছাড়া করেন অস্কার ব্রুজো। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে রবসনকে তুলে নেয় মোহনবাগান। বাংলাদেশের বসুন্ধরা কিংসে ব্যাপক সাফল্য পেয়েছেন। ওপার বাংলায় ফুল ফোটানোর পর এবার এপার বাংলাতেও জনপ্রিয় হতে চান রবসন। বাংলা তিনি ভালোই বোঝেন। সাংবাদিক সম্মেলনে বাংলা ভাষাও শোনা গেল তাঁর মুখে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ -২ প্রথম পরীক্ষা হতে চলেছে। মোহনবাগান জনতার হৃদয় জিততে তৈরি পেলের দেশের এই ফুটবলার।

প্রথম দিনের সাংবাদিক সম্মেলনে এসেই রবসন বলে দিলেন, ‘আমি মোহনবাগানকে বাছিনি, মোহনবাগান আমাকে পছন্দ করেছে।’ কথাতেই স্পষ্ট, কতটা ওজনদার ফুটবলার তিনি! বাংলাদেশে থাকার সুবাদে সেখানকার বিরিয়ানি এখন রবসনের ফেভারিট। সঙ্গে মিষ্টি। এবার কলকাতার বিরিয়ানির প্রেমে পড়তে চান।

প্রথম দিনই অনুশীলনে নেমে পড়লেন। সতীর্থদের সঙ্গে খোশমেজাজেই দেখা গেল ব্রাজিলিয়ান অ্যাটাকারকে। মোহনবাগানের প্রাণভোমরা জোসে ব্যারেটোর কথাও তিনি শুনেছেন। জানেন, সমর্থকরা কতটা ভালবাসা দিয়েছেন। সামনাসামনি পরিচয় না হলেও, ব্যারেটোই এখন অনুপ্রেরণা রবসনের। বলেই দিলেন, সমর্থকদের ভালবাসা অর্জন করতে চান পারফরমেন্সের মাধ্যমে।

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা আছে রবসনের। সে প্রসঙ্গে বললেন, ‘ওর বিরুদ্ধে খেলা দারুণ বিষয়। খেলা শেষে ওর সঙ্গে কথা বলি। ও মানুষ হিসেবে খুব ভাল। কখনও ভাবিনি, ওর বিরুদ্ধে খেলব।’ ব্রাজিলে থাকলেও ডুরান্ড ডার্বি দেখেছেন। কলকাতার বড় ম্যাচের উত্তাপ সামনে থেকে না দেখলেও, টের পেয়েছেন। আপাতত ফোকাসে এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ-২। ব্রাজিলে থাকলেও, অনুশীলনের মাধ্যমে নিজেকে ফিট রেখেছেন। ব্যারেটো, সোনির পর মোহনবাগান জনতার নয়নের মণি হয়ে উঠতে চান রবসন।