AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Union Sporting Club: হকি খেলোয়াড়দের সংবর্ধিত করল কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব

Union Sporting Club: কালীঘাট ক্লাবের তাঁবুতেই এই সংবর্ধনা অনুষ্ঠান হাজির করে ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। কালীঘাট ক্লাবের কর্তারাও হাজির ছিলেন অনুষ্ঠানে। ক্লাবের সঙ্গে যৌথভাবে এই উদ্যোগে সামিল হয় একটি এনজিও ক্যালকাটা সোশ্যাল প্রোজেক্ট।

Union Sporting Club: হকি খেলোয়াড়দের সংবর্ধিত করল কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব
Image Credit: OWN PHOTOGRAPH
| Updated on: Jun 15, 2024 | 7:00 AM
Share

কলকাতা: ক্রিকেটের পর এ বার হকিতেও প্রথম ডিভিশনে খেলবে কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। গত বছরই হকি লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদেই প্রথম ডিভিশনে কোয়ালিফাই করেছে। ১০ বছর বাদে প্রথম ডিভিশনে কোয়ালিফাই করল ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। টিমের কোচ ও খেলোয়াড়দের একজোড়া করে বুট, ট্র্যাকশুট দিয়ে সংবর্ধিত করলেন ক্লাবের কর্তারা। এই উদ্যোগে ক্লাবের সঙ্গে হাত মেলায় এনজিও ক্যালকাটা সোশ্যাল প্রোজেক্ট।

কলকাতা ফুটবল লিগে পঞ্চম ডিভিশনে খেলে ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। ক্রিকেটে দাপটের সঙ্গে খেলে আসছে। হকিতেও গতবছর দাপট দেখাতে শুরু করে। দলের কোচ রাজু রাজভার বলেন, ‘মূলত বেহালার দুঃস্থ ছেলেদের নিয়েই দল গড়েছিলাম। তবে খেলোয়াড়দের উপর বিশ্বাস ছিল। ওরা প্রমাণ করেছে। প্রায় প্রতি ম্যাচেই কমপক্ষে ১০টি করে গোল করেছে।’

ক্লাবের কর্তা তথা গভর্নিং বডির সদস্য সৌম্য দত্ত বলেন, ‘আমাদের দলের খেলোয়াড়রা আর্থিক ভাবে পিছিয়ে। তাই বুট, ট্র্যাকশুট দিয়ে ওদের উৎসাহ জোগালাম। যাতে পরের মরসুমে আরও ভালো ফল করতে পারে। আমাদের দলের বেশ কয়েকজন খেলোয়াড় জুনিয়র পর্যায়ের জাতীয় দলের শিবিরেও সুযোগ পেয়েছে।’

কালীঘাট ক্লাবের তাঁবুতেই এই সংবর্ধনা অনুষ্ঠান হাজির করে ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। কালীঘাট ক্লাবের কর্তারাও হাজির ছিলেন অনুষ্ঠানে। ক্লাবের সঙ্গে যৌথভাবে এই উদ্যোগে সামিল হয় একটি এনজিও ক্যালকাটা সোশ্যাল প্রোজেক্ট।