Messi in Kolkata: ‘অপদার্থ আয়োজক, কিছু মানুষের হ্যাংলামির জন্য…’, মেসিকে মাঠ ছাড়তে হওয়ায় চরম ক্ষুব্ধ কুণাল
Kunal Ghosh: আজ, শনিবার যুবভারতীয় ক্রীড়াঙ্গনে মেসিকে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল। আয়োজক শতদ্রু দত্ত জানিয়েছিলেন, সকাল ১১টা থেকে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মেসি। মাঠ পরিক্রমা করবেন তিনি। শাহরুখ খানেরও উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু মেসি সময়মতো উপস্থিত হলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়।

কলকাতা: দর্শকাসন থেকে পরপর ছোড়া হল বোতল। সময়ের আগে মাঠ ছাড়তে বাধ্য হলেন লিওনেল মেসি। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখা হল না ভক্তদের। ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকরা। মাঠে নেমে রীতিমতো ভাঙচুর চালাতে শুরু করেছেন তাঁরা। এই পরিস্থিতিতে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আয়োজকের বিরুদ্ধে মুখ খুললেন তিনি।
শুধুই টাকা আর ব্যবসা? প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। প্রশ্ন তুললেন, “কেন মেসিকে ঘিরে থাকল হ্যাংলামির ভিড়? কেন স্টেডিয়াম পরিক্রমার সময় মেসিকে একা এগিয়ে রাখা হল না? কেন গ্যালারির দর্শকদের বঞ্চিত করা হল?” কলকাতার জন্য এই ঘটনা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন কুণাল।
আজ, শনিবার যুবভারতীয় ক্রীড়াঙ্গনে মেসিকে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল। আয়োজক শতদ্রু দত্ত জানিয়েছিলেন, সকাল ১১টা থেকে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মেসি। মাঠ পরিক্রমা করবেন তিনি। শাহরুখ খানেরও উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু মেসি সময়মতো উপস্থিত হলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়। চরম বিশৃঙ্খলা তৈরি হয়। কেউ বললেন চার মাস আগে টিকিট কেটেছেন, কেউ বললেন, ‘ভোর ৪টে থেকে অপেক্ষা করছি’। তারপরও মেসিকে দেখা হল না অনেকের।
এরপরই কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় বলেন, “অপদার্থ আয়োজক কেন ন্যূনতম পরিকল্পনার ছাপ রাখল না? শুধু টাকা? শুধু ব্যবসা? এই আয়োজক আর কিছু হ্যাংলার জন্য সবাই বঞ্চিত হল।” তিনি আরও বলেন, “কয়েকজনের আদিখ্যেতা দেখলাম, এটা মেসিকে দেখা না নিজেকে জাহির করা। কোনও পরিকল্পনা নেই।” কুণাল আরও উল্লেখ করেছেন, ২০১১-তে এই যুবভারতীতেই খেলেছিলেন মেসি। কর্নার ফ্ল্যাগের পাশে বসে খেলা দেখেছিলেন তিনি। কোনও বাড়াবাড়ি সেদিন হয়নি।
