AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi: পরের বিশ্বকাপেও খেলবেন? মেসির ইঙ্গিতে মুখে হাসি ভক্তদের

Latest Updates of Lionel Messi: কাতার বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ছিলেন লিও। জীবনের বহু প্রতিক্ষিত সোনালী ট্রফি নিজের করেছেন। মেসির নেতৃত্বে ৩৬ বছর বিশ্বকাপ এসেছে আর্জেন্টিনায়। এছাড়া ২০২১ সালে কোপা আমেরিকার পাশাপাশি তালিকে হারিয়ে ফিনালিসিমা জিতেছে নীল-সাদা ব্রিগেড। এক কথায় বিগত কয়েক বছরে মেসির নেতৃত্বে সোনা ফলেছে আর্জেন্টিনায়।

Lionel Messi: পরের বিশ্বকাপেও খেলবেন? মেসির ইঙ্গিতে মুখে হাসি ভক্তদের
লিওনেল মেসিImage Credit: ছবি: X
| Edited By: | Updated on: Dec 03, 2023 | 11:59 AM
Share

নয়াদিল্লি:কাতার বিশ্বকাপই হয়তো শেষ। শোনা গিয়েছিল তারপর আর বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না মেসি ম্যাজিক। বিশ্বকাপের পর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির (Lionel Messi) ভবিষ্যৎ কী? তা নিয়ে জল্পনা চলছিলই। এ বার জল্পনার মাঝেই মুখ খুললেন লিও। বছর শেষে ভক্তদের মুখে ফোটালেন হাসি। আদৌ পরের বিশ্বকাপে দেখা যাবে মেসির পায়ের জাদু? ইঙ্গিত দিলেন রাজপুত্র।  এই প্রসঙ্গে কী বলছেন আট বারের ব্যালন ডি’অর জয়ী? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কাতার বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ছিলেন লিও। জীবনের বহু প্রতিক্ষিত সোনালী ট্রফি নিজের করেছেন। মেসির নেতৃত্বে ৩৬ বছর বিশ্বকাপ এসেছে আর্জেন্টিনায়। এছাড়া ২০২১ সালে কোপা আমেরিকার পাশাপাশি তালিকে হারিয়ে ফিনালিসিমা জিতেছে নীল-সাদা ব্রিগেড। এক কথায় বিগত কয়েক বছরে মেসির নেতৃত্বে সোনা ফলেছে আর্জেন্টিনায়। এই সাফল্য়ের মধ্য দিয়েই কি নীল-সাদা জার্সিকে বিদায় জানাবেন? এই নিয়ে বিভিন্ন মহলে চলছিল জল্পনা। এ বার এই বিষয়ে ইঙ্গিত দিলেন এলএমটেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, পরের বিশ্বকাপে খেলবেন কি না তা সময় বলবে। এই প্রসঙ্গে মেসি বলছেন, “যতদিন ফুটবলকে উপভোগ করছি, ততদিনই খেলব। এখন আমার লক্ষ্য ২০১৪ কোপা আমেরিকা। আর পরের বিশ্বকাপে খেলব কি না সেটা সময় বলবে। বয়সের ব্যাপারটাও দেখতে হবে। তখন আমার বয়স ৩৯ হবে। আর ওই বয়সে বিশ্বকাপ খেলা সহজ নয়।” এখানেই শেষ নয়, শেষে যোগ করেন, “২০২২ বিশ্বকাপের পর মনে হয়েছিল অবসর নিয়ে নেব। তবে সিদ্ধান্ত বদলেছি। দলের সঙ্গে আরও কিছুটা সময় কাটাতে চাই। এই সময়টা বেশি করে উপভোগ করতে চাই। ২০২৬ পর্যন্ত কী হবে তা এখন ভাবছি না। তবে অনেক কিছুই ঘটতে পারে।” এই ভাবেই পরের বিশ্বকাপে খেলার জল্পনা জিইয়ে রাখেন লিও।