
প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল। মোহনবাগানে এ বার নির্বাচন হতে চলেছে। শাসক ও বিরোধী শিবিরও প্রচারও শুরু করে দিয়েছিল। তবে নির্বাচনের দিন এখনও ঠিক হয়নি। দুই শিবিরই জোরকদমে প্রস্তুতিতে নেমেছে। শুধু তাই নয়, শাসক গোষ্ঠী যেমন হিসেবে দিয়েছে,তারা কী করেছে এবং ক্ষমতায় ফিরলে কী করবেন। তেমনই বিরোধী শিবির নির্বাচনের ইস্তেহারও প্রকাশ করেছে। এ বার প্রকৃত অর্থেই নির্বাচনের দামামা বেজে গেল।
মোহনবাগানে নির্বাচনের বাদ্যি বেজে গেল। বৃহস্পতিবার থেকে মনোনয়ন তোলা যাবে। ২৯ মে থেকে মনোনয়ন তোলা যাবে। ৯ তারিখ পর্যন্ত মনোনয়ন তোলা ও জমা দেওয়ার সময়। ১ এবং ৮ তারিখ রবিবার এবং ঈদের জন্য দু-দিন ছুটি। ফলে এই দিনগুলি বাদ দিয়ে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন তোলা আর জমা দেওয়ার সময়। আগামী মাসের ১০ আর ১১ তারিখ স্ক্রুটিনি। ১২ আর ১৩ তারিখ মনোনয়ন প্রত্যাহারের দিন ঠিক করা হয়েছে।
তবে মোহনবাগান নির্বাচনের চূড়ান্ত দিন এখনও ঠিক হয়নি। মনোনয়নপত্র তোলা আর জমা দেওয়ার পরই নির্বাচনের দিন ঠিক করবে মোহনবাগানের নির্বাচন কমিটি। মনোনয়ন কত উঠছে, জমা পড়ছে, স্ক্রুটিনি এ সমস্ত প্রক্রিয়ার পরই নির্বাচনের দিন ঘোষণা হবে বলে জানানো হয়েছে।