AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আন্তর্জাতিক হকি ফেডারেশনের প্রেসিডেন্ট পদে বহাল বাত্রা

২০২৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতির পদে বহাল থাকবেন ভারতের নারিন্দর বাত্রা।

আন্তর্জাতিক হকি ফেডারেশনের প্রেসিডেন্ট পদে বহাল বাত্রা
সৌজন্যে-টুইটার
| Updated on: May 22, 2021 | 7:11 PM
Share

নয়াদিল্লি: আন্তর্জাতিক হকি ফেডারেশনের (International Hockey Federation) সভাপতি পদে বহাল থাকলেন নারিন্দর বাত্রা (Narinder Batra)। আজই আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH)-র ৪৭তম কংগ্রেসে প্রেসিডেন্ট পদে পুনর্নিবাচিত হলেন তিনি। আন্তর্জাতিক হকি ফেডারেশনের প্রেসিডেন্ট পদে বাত্রার দ্বিতীয় টার্ম শুরু হল আজ থেকে।

ভারতীয় অলিম্পিক সংস্থার (Indian Olympic Association) প্রেসিডেন্ট পদেও আছেন নারিন্দর বাত্রা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যও তিনি। আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি পদের নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলজিয়ামের মার্ক কাউড্রনকে (Marc Coudron) ২ ভোটে হারালেন নারিন্দর বাত্রা। অনলাইন ভোটিং প্রক্রিয়ায় ১২৪টি অ্যাসোসিয়েট সদস্য অংশ নেয়। তার মধ্যে ৬৩ ভোট পান বাত্রা। কাউড্রেন পান ৬১ ভোট। এই মেয়াদ ৫ বছর। অর্থাৎ ২০২৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতির পদে বহাল থাকবেন ভারতের নারিন্দর বাত্রা।

ইউরোপের বাইরে এই প্রথম কেউ টানা ২ বার আন্তর্জাতিক হকি ফেডারেশনের প্রেসিডেন্ট পদে বহাল থাকলেন। ২০১৬ সালে প্রথমবার ভোটে জিতেছিলেন তিনি। ৯২ বছরের ইতিহাসে এশিয়া থেকে প্রথম কোনও ব্যক্তি আন্তর্জাতিক হকি ফেডারেশনের মসনদে বসেছিলেন। এ বার আরও একটি ইতিহাস গড়লেন তিনি। ভারতীয় হকিকে প্রশাসনিক স্তরে অনেক উচ্চতায় পৌঁছে দিলেন নারিন্দর বাত্রা। নারিন্দর বাত্রাকে শুভেচ্ছা জানিয়েছে হকি বেঙ্গল।

আরও পড়ুন: টোকিওতে মশাল জ্বলবেই: IOC প্রধান