Neeraj Chopra: অবশেষে স্বপ্নপূরণ…, ৯০ পার নীরজ চোপড়ার

Neeraj Chopra Personal Best: এত কিছু প্রাপ্তির মধ্যেও একটা আক্ষেপ ছিলই। জ্যাভলিনে হাতেখড়ির পর থেকেই লক্ষ্য ছিল, একদিন ৯০ মিটার ছুড়বেনই। কিন্তু সেই আক্ষেপটা মিটছিল না কিছুতেই। অবশেষে স্বপ্নপূরণ।

Neeraj Chopra: অবশেষে স্বপ্নপূরণ..., ৯০ পার নীরজ চোপড়ার
Image Credit source: PTI

| Edited By: দীপঙ্কর ঘোষাল

May 17, 2025 | 1:20 AM

টোকিও অলিম্পিকে সোনার পদক জিতেছেন। ভারতের রেকর্ড। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম বার সোনার পদক জিতেছিল ভারত। সৌজন্যে নীরজ চোপড়ার জ্যাভলিন। প্যারিস অলিম্পিকে তাঁর ঝুলিতে এসেছে রুপো। জিতেছেন ডায়মন্ড। বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ পদকও রয়েছে। এত কিছু প্রাপ্তির মধ্যেও একটা আক্ষেপ ছিলই। জ্যাভলিনে হাতেখড়ির পর থেকেই লক্ষ্য ছিল, একদিন ৯০ মিটার ছুড়বেনই। কিন্তু সেই আক্ষেপটা মিটছিল না কিছুতেই। অবশেষে স্বপ্নপূরণ। ৯০ মিটার পার নীরজ চোপড়ার।

দোহা ডায়মন্ড লিগে ব্যক্তিগত মাইলফলক পেরোলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। এর আগে বহুদিন এই স্বপ্নের কথা বলেছেন। এতদিন তাঁর কেরিয়ার সেরা পারফরম্যান্স ছিল ২০২২ সালে স্টকহোম ডায়মন্ড লিগে। সেখানে ৮৯.৯৪ মিটার জ্যাভলিন ছুড়েছিলেন নীরজ চোপড়া। দোহা ডায়মন্ড লিগে ৯০ মিটার পেরিয়ে গেলেন। প্রথম থ্রোয়ে ছিল ৮৮.৪৪ মিটার। তৃতীয় চেষ্টায় ৯০.২৩ মিটার। তাঁর কেরিয়ার সেরা থ্রো।

দোহা ডায়মন্ড লিগ পর্বে সেরা থ্রোয়েও অবশ্য দ্বিতীয় স্থানে শেষ করলেন নীরজ। জার্মানির জুলিয়ান ওয়েবার ৯১.০৬ মিটার ছুড়ে প্রথম স্থানে। ওয়েবারের শুরুটা ভালো না হলেও শেষ চেষ্টায় নীরজকে পিছনে ফেলেন। তৃতীয় স্থানে শেষ করেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। তিনি ছুড়েছেন ৮৫.৬৪ মিটার।