
কলকাতা: ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। বিশ্ব মঞ্চে দেশকে একাধিকবার করেছেন গর্বিত। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হওয়া এনসি ক্লাসিক ইভেন্টে নীরজ আমন্ত্রণ জানিয়েছিলেন বিশ্বের একাধিক সেরা জ্যাভলিন থ্রোয়ারদের। সেই তালিকায় ছিলেন পাকিস্তানের আর্শাদ নাদিমও। ভারত-পাক যে সমস্যা চলছে তার পরে একাধিক চুক্তি বাতিল করেছে দুই দেশ। এই বিষয়ের পরে সম্প্রতি নীরজ ও তাঁর পরিবারকে নিয়ে উঠছে তীব্র কটূক্তি। এ বার সেই সব কটূক্তির জবাব দিলেন নীরজ।
নীরজ জানিয়েছেন, সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়েছে, তার আগেই তিনি সব ক্রীড়াবিদদের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন। তারপরও নীরজের দেশপ্রেম নিয়েও উঠেছে প্রশ্ন। এর পরেই নীরজ নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। তিনি লেখেন, “আমি খুব অল্প কথার মানুষ। তবে তার মানে এই নয়, অন্যায়ের বিরুদ্ধে আমি কোনও কথা বলব না। এবং বিশেষ করে যখন প্রশ্ন ওঠে আমার দেশ ও আমার পরিবারকে নিয়ে। আর্শাদকে আমন্ত্রণ জানাবার পরে অনেক কথা হচ্ছে আমার এই মতামতকে ঘিরে। এবং বেশিরভাগ মানুষ আমাকে নিয়ে এখন খারাপ মন্তব্য করছে”।
একই সঙ্গে নীরজ বলেছেন, “তাঁরা আমার পরিবারকে নিয়েও খারাপ মন্তব্য করতে ছাড়েনি। আমি আর্শাদকে একজন ক্রীড়াবিদ হিসেবেই আমন্ত্রণ জানিয়েছিলাম। এর থেকে বেশি কিছু নয়। আমার লক্ষ্য ছিল বিশ্বের সকল সেরা জ্যাভলারদের ভারতের এই এনসি ক্লাসিক ইভেন্টে আনা। এবং কাশ্মীরে হওয়া জঙ্গি হামলার দুইদিন আগে সোমবারেই সকলের কাছে আমন্ত্রণ পৌছেগেছিল।
নীরজ আরও বলেছেন, “গত ৪৮ ঘণ্টা ধরে যা কিছু ঘটেছে, তার পরে এনসি ক্লাসিকে আরশাদের উপস্থিতি আশা করা বৃথা। আমার দেশের স্বার্থ সর্বদা সবার আগে থাকবে। যারা তাঁদের পরিজনদের হাড়িয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা রয়েছে। সমগ্র জাতির সঙ্গে যা ঘটেছে তাতে আমি ব্যথিত এবং ক্ষুব্ধ।”
তিনি এও বলেন, “আমি নিশ্চিত যে আমাদের দেশে এই ঘটনার পরে নিজেদের শক্তি প্রদর্শন করবে এবং ন্যায়বিচার পাবে। আমি এত বছর ধরে আমার দেশকে গর্বের সাথে প্রতিনিধিত্ব করে আসছি বিশ্ব মঞ্চে। এবং এখন আমার সততা নিয়ে প্রশ্ন উঠছে দেখে কষ্ট হয়। এটা আমায় কষ্ট দেয় যে আমাকে এমন লোকদের কাছে নিজেকে ব্যাখ্যা করতে হচ্ছে যারা আমাকে এবং আমার পরিবারকে লক্ষ্য করে,কোনও যুক্তি ছাড়াই খারাপ কথা বলছেন। আমরা সহজ মানুষ, দয়া করে আমাদের অন্য কিছুতে জড়াবেন না।”
— Neeraj Chopra (@Neeraj_chopra1) April 25, 2025