Neeraj Chopra : নমনীয়তার সঙ্গে বিষয়টি দেখুন, কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে বার্তা সোনার ছেলের

Wrestling Protest : ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি উষা কয়েক প্রজন্মের অ্যাথলিটদের কাছে আইকন। তবে তাঁর মন্তব্য অ্যাথলিটদের মধ্যে ঝড় তুলেছে। পিটি উষা মন্তব্য় করেছেন, কুস্তিগিরদের রাস্তায় নেমে প্রতিবাদ দেশের ভাবমূর্তি নষ্ট করছে। এর ২৪ ঘণ্টার মধ্যেই নীরজ চোপড়ার বার্তা, 'এটা খুবই স্পর্শকাতর বিষয়। নমনীয়তা এবং কোনওরকম পক্ষপাতদুষ্ট না হয়ে স্বচ্ছতার সঙ্গেই বিষয়টি দেখা উচিত। সংস্থার উচিত, দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করা এবং ন্যায়বিচার করা।'

Neeraj Chopra : নমনীয়তার সঙ্গে বিষয়টি দেখুন, কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে বার্তা সোনার ছেলের
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 28, 2023 | 5:10 PM

নয়াদিল্লি : কুস্তিগিরদের পাশে এ বার অলিম্পিকে সোনা জয়ী অ্যাথলিট নীরজ চোপড়া। এক দিন আগেই ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পিটি উষা কড়া বার্তা দিয়েছিলেন কুস্তিগিরদের। ভারতীয় কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে ফের প্রতিবাদে রাস্তায় নেমেছেন দেশের কুস্তিগিররা। বিষয়টিকে ভালো ভাবে নেননি ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি। যার ফলে অনেকেই দেশের অন্যতম সফল অ্যাথলিট তথা অলিম্পিক সংস্থার সভাপতির বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছেন। অলিম্পিকে ব্য়ক্তিগত ইভেন্টে ভারতের দ্বিতীয় সোনাজয়ী অ্যাথলিট জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া এ বিষয়ে কুস্তিগিরদের পাশে দাঁড়ালেন। শুধু তাই নয়, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দেশের প্রথম অলিম্পিক সোনাজয়ী নীরজ অনুরোধ করেছেন, বিষয়টিকে নমনীয়তার সঙ্গে দেখার। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতীয় কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে ক্ষোভ দীর্ঘ দিনের। যদিও এই সমস্যার কোনও সমাধান বেরোয়নি। ফলে পুনরায় প্রতিবাদে রাস্তায় নামার সিদ্ধান্ত নেন ভারতীয় কুস্তিগিররা। এর মধ্যে তারকা কুস্তিগিররাও রয়েছেন। কিন্তু তাদের এই প্রতিবাদকে যে ভাবে কড়া ভাষায় সমালোচনা করেছেন ভারতীয় অলিম্পিক সংস্থার প্রধান, তাতে অ্যাথলিটদের মধ্যেই দ্বন্দ্ব তৈরি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ডায়মন্ড লিগ জয়ী ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বার্তা দিয়েছেন। তিনি লেখেন-‘ন্য়ায় বিচারের জন্য আমাদের অ্যাথলিটদের রাস্তায় নামতে হচ্ছে, এটা খুবই যন্ত্রণাদায়ক। দেশকে গর্বিত করতে ওরা কঠোর পরিশ্রম করে আসছে। বিশ্ব মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করছে। দেশের প্রত্যেকের উচিত ওদের পাশে দাঁড়ানো। এটা আমাদের কর্তব্য। এর সঙ্গে প্রতিটা অ্যাথলিটের সম্মান জড়িয়ে। যা হয়েছে, তা কখনোই কোনও অ্যাথলিটের সঙ্গে হওয়া কাম্য় নয়।’

ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি উষা কয়েক প্রজন্মের অ্যাথলিটদের কাছে আইকন। তবে তাঁর মন্তব্য অ্যাথলিটদের মধ্যে ঝড় তুলেছে। পিটি উষা মন্তব্য় করেছেন, কুস্তিগিরদের রাস্তায় নেমে প্রতিবাদ দেশের ভাবমূর্তি নষ্ট করছে। এর ২৪ ঘণ্টার মধ্যেই নীরজ চোপড়ার বার্তা, ‘এটা খুবই স্পর্শকাতর বিষয়। নমনীয়তা এবং কোনওরকম পক্ষপাতদুষ্ট না হয়ে স্বচ্ছতার সঙ্গেই বিষয়টি দেখা উচিত। সংস্থার উচিত, দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করা এবং ন্য়ায়বিচার করা।’