Bangla NewsSports New look Team India first training session in Harare for T20Is against Zimbabwe see pics
Indian Cricket Team: জিম্বাবোয়েতে নতুন টিম ইন্ডিয়ার প্রথম প্রস্তুতি, দেখুন ছবিতে
India tour of Zimbabwe: জিম্বাবোয়েতে আগেই পৌঁছেছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। পাঁচ ম্যাচের সিরিজ খেলবে শুভমন গিলের নেতৃত্বাধীন নতুন টিম ইন্ডিয়া। বিশ্বজয়ী দলের সদস্যরা অবশ্য টিমের সঙ্গে যাননি। বার্বাডোজ থেকে দেশে ফিরেছেন যশস্বী, সঞ্জু, শিবম দুবেরা। জিম্বাবোয়ে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে সিনিয়রদের। দলে একঝাঁক নতুন মুখ। এর মধ্যে রিয়ান পরাগ, অভিষেক শর্মার মতো ক্রিকেটার রয়েছেন, যাঁরা প্রথম বার জাতীয় দলে ডাক পেয়েছেন। প্রথম প্র্যাক্টিস কেমন হল, দেখে নিন ছবিতে।