
জিম্বাবোয়েতে আগেই পৌঁছেছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। পাঁচ ম্যাচের সিরিজ খেলবে শুভমন গিলের নেতৃত্বাধীন নতুন টিম ইন্ডিয়া। বিশ্বজয়ী দলের সদস্যরা অবশ্য টিমের সঙ্গে যাননি।

বার্বাডোজ থেকে দেশে ফিরেছেন যশস্বী, সঞ্জু, শিবম দুবেরা। জিম্বাবোয়ে সিরিজে প্রথম দু-ম্যাচে পাওয়া যাবে না এই তিনজনকেও। জিম্বাবোয়ে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে সিনিয়রদের।

জিম্বাবোয়ে সিরিজের ভারতীয় দলে একঝাঁক নতুন মুখ। এর মধ্যে রিয়ান পরাগ, অভিষেক শর্মার মতো ক্রিকেটার রয়েছেন, যাঁরা প্রথম বার জাতীয় দলে ডাক পেয়েছেন।

জিম্বাবোয়ে সফরে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারতীয় দল। এই সিরিজে ভালো পারফর্ম করতে পারলে দলে ক্রমশ জায়গা পাকা হবে। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধেও সিরিজ রয়েছে।

বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ফলে এই তিনটি স্পটের জন্যও লড়াই হবে। নতুনদের কাছে এটাই সুযোগ।

দলে যেমন নতুন মুখ রয়েছে, তেমনই ঋতুরাজ গায়কোয়াড়ের মতো তরুণ কিন্তু অভিজ্ঞ ওপেনার রয়েছেন। ঋতুরাজের নেতৃত্বে এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারত।

অভিষেক শর্মা, রিয়ান পরাগের মতো ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নজর কেড়েছেন। সিনিয়র জাতীয় দলে তাঁরা প্রথম সুযোগ পেয়েছেন। তাঁদের দিকে বাড়তি নজর থাকবে।

ভারতীয় দলে হেড কোচের পোস্ট এখন খালি। বিশ্বকাপের পরই দায়িত্ব ছেড়েছেন রাহুল দ্রাবিড়। এই সিরিজে দায়িত্বে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ।