Wimbledon 2021: পাঁচবার পিছলে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে জোকার

প্রতিপক্ষ কেভিনের সঙ্গে খেলার সময় কমপক্ষে পাঁচ বার পিছলে পড়ে যান বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ।

Wimbledon 2021: পাঁচবার পিছলে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে জোকার
Wimbledon 2021: পাঁচবার পিছলে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে জোকার

Jun 30, 2021 | 9:12 PM

লন্ডন: গতবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ (Novak Djokovic) পৌঁছে গেলেন উইম্বলডনের (Wimbledon) তৃতীয় রাউন্ডে। প্রতিপক্ষ প্রোটিয়া টেনিস প্লেয়ার কেভিন অ্যান্ডারসনকে (Kevin Anderson) স্ট্রেট সেটে হারালেন জোকার। ম্যাচের ফল ৬-৩, ৬-৩, ৬-৩। শুধু তাই নয়, ম্যাচ চলাকালীন বেশ কয়েকবার পা পিছলে পড়েও গিয়েছিলেন সার্বিয়ান টেনিস তারকা। তা সত্ত্বেও কাঙ্খিত জয় অর্জন করেই কোর্ট ছাড়েন নোভাক জকোভিচ।

প্রতিপক্ষ কেভিনের সঙ্গে খেলার সময় কমপক্ষে পাঁচ বার পিছলে পড়ে যান বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। এর আগে মঙ্গলবারের ম্যাচে সেরেনা উইলিয়ামসও (Serena Williams) ম্যাচ চলাকালীন পিছলে গিয়েই চোট পান। খেলা চালিয়ে যেতে পারেননি। তবে জকোভিচ নিজেকে সামলে নিয়ে স্ট্রেট সেটে ম্যাচ বার করে নেন।

ম্যাচ চলাকালীন এভাবেই পিছলে পড়তে দেখা যায় জোকারকে (সৌজন্যে-টুইটার)

তৃতীয় রাউন্ডের লড়াইয়ে ৩৪ বছর বয়সী নোভাক জকোভিচের প্রতিপক্ষ হবেন ইতালির অ্যান্ড্রোয়াস সেপ্পি (Andreas Seppi) কিংবা আমেরিকার ডেনিস কুডলা (Denis Kudla)।

বার বার পিছলে পড়ে গিয়েও ম্যাচ উদ্ধার করা জকোভিচ ম্যাচের শেষে বলেন, “ভিড়ের সঙ্গে আমার একটা আলাদা সংযোগ রয়েছে। আমার মনে হয়, ঘাসের সঙ্গেও আমার খুব সুন্দর সম্পর্ক রয়েছে। উইম্বলডনে এর আগের দু’টো ম্যাচে এত বার পড়ে যাওয়ার কথা আমার মনে পড়ছে না।” 

আরও পড়ুন: মাহিভাই তরুণদের পথপ্রদর্শক, বললেন ভুবি