
বার্লিন: টোকিও গেমস (Tokyo Games) কি ভারতীয় অ্যাথলিটদের পদকের স্বপ্ন ক্রমশ উস্কে দিচ্ছে? অন্তত সামগ্রিক পরিস্থিতি তাই বলছে! ট্র্যাক অ্যান্ড ফিল্ডে (Track and Field) ভারতের প্রথম পদকের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া এ বারের অলিম্পিকে অন্যতম ফেভারিট হিসেবেই নামতে পারেন। অবশ্য জোহানেস ভেট্টার থাকবেন তাঁর আগে। কারণ, পিঠের চোট নিয়ে টোকিও গেমস থেকে নাম তুলে নিলেন রিও অলিম্পিকের সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার থমাস রোয়েলার (Thomas Rohler)।
জার্মান অ্যাথলিট আগেই চোট পেয়েছিলেন। কিন্তু সেই চোট এখনও সারেনি। ফলে, তাঁর পক্ষে নাম তুলে নেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না। রোয়েলার বলেছেন, ‘যা পরিস্থিতি, তাতে আমার পক্ষে টোকিও গেমসে নামা একেবারেই সম্ভব নয়। আমি চেষ্টার ত্রুটি রাখিনি। ট্রেনারের সঙ্গে দীর্ঘদিন নিজেকে ফিট করার চেষ্টা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হল না। মানতে দ্বিধা নেই, নিজের শরীরটাকে আগে দেখতে হবে।’
রিও অলিম্পিকে ৯০.৩০ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছিলেন রোয়েলার। তিনি সরে যাওয়ায় টোকিওতে জোহানেস ভেট্টারকেই ফেভারিট ধরতে হবে। যিনি হালফিলে ৯৩ মিটার ছুড়ছেন। থাকবেন জান জেলেজনিও। তবে, এই ইভেন্টের সেরা রোয়েলার না থাকায় নীরজরা স্বপ্ন দেখা শুরু করবেন।
আরও পড়ুন: Tokyo Olympics 2020: শুটিং বিশ্বকাপে সোনাজয় রাহি সার্নোবতের