Tokyo Olympics 2020: শুটিং বিশ্বকাপে সোনাজয় রাহি সার্নোবতের
ক্রোয়োশিয়ার ওজিসেকে হওয়া এই বিশ্বকাপে এটি ভারতের প্রথম সোনা।

ওসিজেক: টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) আগে ভারতকে শুটিং বিশ্বকাপে (ISSF World Cup) সোনা এনে দিলেন রাহি সার্নোবত (Rahi Sarnobat)। ক্রোয়োশিয়ার ওজিসেকে হওয়া এই বিশ্বকাপে এটি ভারতের প্রথম সোনা। মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে সোনা জিতেছেন রাহি। তবে এই ইভেন্টেই সাত নম্বরে শেষ করেছেন ভারতের অপর এক শুটার মানু ভাকের (Manu Bhaker)। ক্রোয়েশিয়ায় হওয়া এই শুটিং বিশ্বকাপে ভারত ইতিমধ্যেই একটি সোনা ছাড়া একটি রুপো এবং দুটি ব্রোঞ্জ পদক পেয়েছে।
What a superb performance by #Tokyo2020 bound 25m pistol shooter @SarnobatRahi as she wins the ? at the @ISSF_Shooting World Cup in Osijek, Croatia.
She was 8 points ahead of the silver medalist. Many congratulations! #Cheer4India pic.twitter.com/oLDZj9wLcg
— SAIMedia (@Media_SAI) June 28, 2021
রাহি ২৫ মিটার পিস্তল ইভেন্টে ৩৯ পয়েন্ট নিয়ে প্রথম স্থান দখল করেন। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের ম্যাটহিল্ডে লামোলের থেকে ৮ পয়েন্টের ব্যবধানে সোনা জেতেন রাহি। তৃতীয় স্থানে থাকা রাশিয়ার ভিটালিনা বাতসরাশকিনা ২৮ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পান। ভারতের তারকা শুটার মানু ভাকের ১১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ইভেন্ট শেষ করেন। তবে মানু ভাকের ইতিমধ্যেই ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড দলের ইভেন্টে সৌরভ চৌধুরির সঙ্গে রুপো পেয়েছেন এবং ভারতীয় মহিলা পিস্তল দলের হয়ে সার্নোবত ও যশস্বিনী দেশওয়ালকে সঙ্গে নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন।
শুটিং বিশ্বকাপের ২৫ মিটার পিস্তল ইভেন্টের ফাইনালের যোগ্যতা অর্জন পর্বে ৫৯১ পয়েন্ট অর্জন করেছিলেন রাহি। দ্বিতীয় হয়ে ফাইনালে খেলতে নেমেছিলেন ভারতীয় শুটার রাহি। ভারতের অপর এক শুটার মানু ভাকের মোট ৫৮৮ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে ফাইনালে পৌঁছলেও, ক্রীড়াপ্রেমীদের শেষ মেশ নিরাশ করেন। তবে টোকিও অলিম্পিকের আগে রাহি সার্নাবতের এই পারফরম্যান্স সকলকে টোকিও থেকে শুটিংয়ে পদক জয়ের আশা দেখাচ্ছে।
আরও পড়ুন: Tokyo Olympics 2020: টোকিও ২২ মিটার লক্ষ্য শটপাটার তেজিন্দরের





