ধোনি-রায়নাকে নিজের গান উপহার এআর রহমানের

বিশ্ব বিখ্যাত কম্পোজার যাই বলুন না কেন, ধোনির সময় খুব খারাপ যাচ্ছে। আইপিএলে (IPL) এটাই হয়তো শেষ মরসুম মাহির।

ধোনি-রায়নাকে নিজের গান উপহার এআর রহমানের
ধোনি-রায়নাকে নিজের গান উপহার এআর রহমানের
Follow Us:
| Updated on: Apr 16, 2021 | 3:41 PM

মুম্বই: মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) ‘লগান’ (Lagaan) সিনেমার গান উপহার দিলেন এআর রহমান (AR Rahman)। আমির খান  অভিনীত ওই সিনেমার ‘চলে চলো’ (Chale Chalo) খুবই জনপ্রিয় গান। উদ্দীপ্তও করেও। চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন ধোনির সময়টা একেবারে ভালো যাচ্ছে না। তাঁকে মোটিভেট করার জন্যই নিজের কম্পোজ করা গান উপহার দিলেন রহমান?

ক্রিকেট নিয়ে এক অনুষ্ঠানে অস্কার জয়ী কম্পোজার (Oscar-winning composer) বলেছেন, ‘চলে চলো গানটা আমি ধোনিকে উত্‍সর্গ করতে চাই। লগানের ওই গানটা সাধারণ মানুষকে ক্রিকেট খেলার জন্য মোটিভেট করে।’

শুধু ধোনিকেই নয়, রহমানের ‘রঙ্গিলা’ সিনেমার আর এক বিখ্যাত গান ‘মাঙ্গতা হ্যয় ক্যয়া’ (Mangta Hai Kya) উপহার দিলেন সিএসকের আর এক তারকা ক্রিকেটার সুরেশ রায়নাকে (Suresh Raina)। গত বছর আইপিএলে (IPL) না খেললেও এই বছর প্রথম ম্যাচ থেকেই দারুণ ছন্দে আছেন। রহমান বলেওছেন, ‘আমি যতবার বেঙ্গালুরু গিয়েছি, দেখেছি, রঙ্গিলার ওই গানটা ওরা খুব শোনে। সেই কারণে রায়নাকেই গানটা উপহার দেব।’

আরও পড়ুন: IPL 2021: মিলার-মরিসে জয়ের স্বাদ পেলেন সঞ্জু

বিশ্ব বিখ্যাত কম্পোজার যাই বলুন না কেন, ধোনির সময় খুব খারাপ যাচ্ছে। আইপিএলে এটাই হয়তো শেষ মরসুম মাহির। চেন্নাইকে এ বার সাফল্য দিতে মরিয়া তিনি। কিন্তু ৪০-র ধোনি এখনও নিজেকে ফিনিশার হিসেবেই দেখা চান। কিন্তু প্রাক্তন ক্রিকেটাররা ধোনিকে ওই ভূমিকা থেকে সরে আসার পরামর্শ দিচ্ছেন। গৌতম গম্ভীর যেমন বলেই দিয়েছেন, ‘ধোনির উচিত ব্যাটিং অর্ডারে নিজেকে উপরে তুলে আনা। ধোনিকে বুঝতে হবে, পাঁচ বছর আগের ধোনি ও নয়। তখন ও ক্রিজে নেমেই বোলারদের মারতে পারত। আমার তো মনে হয়, চার কিংবা পাঁচে ব্যাট করুক ধোনি।’