French Open 2022: কান্নায়, আবেগে আবার রোলাঁ গারোর সম্রাট রাফা

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Jun 01, 2022 | 3:11 PM

টেনিস কোর্টে তাঁর প্রবল ভাবে ফেরা বোধহয় ইতিহাস তৈরি করার জন্য। ঠিক তা-ই। যে জকোভিচের কাছে গতবছর হেরে গিয়েছিলেন, সেই জোকারকেই উড়িয়ে রোলাঁ গারোয় সেমিফাইনালে পা দিলেন রাফায়েল নাদাল।

French Open 2022: কান্নায়, আবেগে আবার রোলাঁ গারোর সম্রাট রাফা
রাফায়েল নাদাল। ছবিু: টুইটার

Follow Us

প্যারিস: বলতেই পারেন, ‘আবেগটাই তো আসল রাজা, আমি রাজা নই’! কান্নাভেজা গলা, চোখের জলে আপ্রাণ ভিজে যাওয়া, আবেগ গলে গলে পড়া— এ সব ছবি দেখতে অভ্যস্ত টেনিস দুনিয়া। কিন্তু এই কান্না হয়তো তাঁদের চোখ ঝাপসা করে দিল। চোট আছে, ছন্দ আছে, রাফায়েল নাদালও (Rafael Nadal) আছে— রোলাঁ গারোর (Roland Garros) সেরা বিজ্ঞাপন হতে পারে এটাই। ফরাসি ওপেনের (French Open) কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বর টেনিস তারকার বিরুদ্ধে নামার আগে নিজেকে কিছুটা পিছিয়েই রেখেছিলেন। তাঁর চোট-আশঙ্কিত গলা শুনেই মনে হয়েছিল, নোভাক জকোভিচ (Novak Djokovic) নামক পাহাড় টপকানো যে কঠিন, নিজেও যেন খানিকটা মেনে নিচ্ছেন। কে জানত, ভিতরে ভিতকে নিজেকে তৈরি করছিলেন। এমন একটা ম্যাচের, যা দেখার পর রোলাঁ গালো বলবে, ক্লে-কোর্টের সম্রাটকে এখনও তাঁর গদিচ্যুত করা যায়নি। হয়তো আরও অনেক দিন যাবে না!

 

১৩বার ফরাসি ওপেন জেতা নাদাল কেরিয়ারের পর ৫৯তম ম্যাচ খেলতে নেমেছিলেন জোকারের বিরুদ্ধে। প্রায় সাড়ে ৪ ঘণ্টা লড়াই করার পর জোকার-বধ করলেন রাফা। বলা উচিত, গত বছর লাল সুরকির কোর্টে হারের মধুর প্রতিশোধ নিলেন স্প্যানিশ তারকা। তাঁর চোট আছে কিনা, তা বোঝাও যায়নি। হয়তো নাদাল বুঝতেই দেননি। প্রথম সেটটা দাপিয়ে ৬-২ জিতেছিলেন। দ্বিতীয় সেটে জোকার ফেরেন। ৬-৪ জিতে নেন। কিন্তু পরের দুটো সেট আবার নাদালের। তৃতীয় সেটটা জেতেন ৬-২। চতুর্থ সেট ৭-৬ (৭-৪) জয়। চতুর্থ সেট কার্যত কঠিনই ছিল তাঁর কাছে। মনে হয়েছিল, পঞ্চম সেটের দিকে গড়াচ্ছে ম্যাচ। পিছিয়ে থেকেও প্রবল ভাবে ফেরেন। ১৫তম বার ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠলেন ৩৫ বছরের নাদাল। শুধু ফরাসি ওপেনে ১০বার খেললেন জোকারের বিরুদ্ধে। যার মধ্যে জয় ৮বার। সেমিফাইনালে আলেজান্দার জেরেভের বিরুদ্ধে খেলবেন শুক্রবার। জার্মান প্লেয়ারকে হারাতে পারলে ২২তম গ্র্যান্ড স্লাম জয় থেকে মাত্র এক কদম দূরে থাকবেন তিনি।

 

 

 

ডাক্তারকে পাশে নিয়েই ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিলেন নাদাল। যে কোনও মুহূর্তে পায়ের চোট তাঁকে ছিটকে দিতে পারে। তবু জোকারকে হারানোর পর নাদাল চোখের জলে ভেসে গিয়েছেন। ম্যাচের পর বলেছেন, ‘ম্যাচের পর ভীষণ আবেগপূর্ণ একটা রাত নেমে এসেছে। এই রকম কয়েকটা রাত দেখব বলে আজও খেলে যাচ্ছি। সবে সেমিফাইনালে পা দিয়েছি। দু’দিনের মধ্যে আবার একটা ম্যাচ খেলতে নামতে হবে। তবু বলব, রোলাঁ গারো আমার কাছে অন্য রকম গুরুত্ব রাখে।’

 

 

আরও পড়ুন: Singer KK Death: জনপ্রিয় সঙ্গীতশিল্পীর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া ক্রীড়া দুনিয়াতেও

Next Article