Singer KK Death: জনপ্রিয় সঙ্গীতশিল্পীর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া ক্রীড়া দুনিয়াতেও
কেকের মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। বাদ যায়নি দেশের ক্রীড়ামহলও। কেকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইটে শ্রদ্ধা জানান ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।
কলকাতা: জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকের (KK) প্রয়াণে শোকের ছায়া ক্রীড়াদুনিয়াতেও। মঙ্গলবার কলকাতায় নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন সঙ্গীতশিল্পী। এরপরই হোটেলে ফিরে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি সেখান থেকে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের সমর্থনে “জোশ অব ইন্ডিয়া” গানটি গেয়ে সকলের নজরে এসেছিলেন তিনি। সঙ্গীতশিল্পী হিসেবে গানের জগতে পা রাখার আগে প্রায় ৩,৫০০ বিজ্ঞাপনের জিঙ্গেলে গেয়েছিলেন কেকে। মঙ্গলবার দ্বিগুণের বেশি দর্শক জমায়েত হয়েছিল নজরুল মঞ্চে। কেন, কীভাবে তা খতিয়ে দেখা হচ্ছে। উঠে আসছে নানা প্রশ্ন। তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশ কয়েকটি ভিডিয়ো। প্যাচপ্যাচে গরমে বিকল বাতানুকুল যন্ত্রের কোপে যখন দর্শক মহলেও বিরক্তি ফুটে উঠছে গায়ক গান করা থামাননি। চোখে ক্লান্তি, মুখে হাসি– শহরের ওই প্রেক্ষাগৃহে তখন ‘পল’, ‘এমপিও থ্রি’-এর মতো গান দরাজ গলায় গেয়ে উঠছিলেন ৫৩ বছরের মানুষটা।
কেকের মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। বাদ যায়নি দেশের ক্রীড়ামহলও। কেকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইটে শ্রদ্ধা জানান ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।
Lost a magnificent singer of our times and so suddenly. Condolences to his family and close ones. #KK?
— Virat Kohli (@imVkohli) June 1, 2022
জনপ্রিয় সঙ্গীতশিল্পীর প্রয়াণে ভাষা হারিয়েছেন ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। টুইটে তিনি বলেন, ‘নয়ের দশকে কেকের গানের সঙ্গে আমাদের বেড়ে ওঠা। ওর গান ছাড়া আমাদের জীবন অপূর্ণ থাকত। কেকের মৃত্যুর খবরে আমি মর্মাহত।’
No conversation about growing up, and the 90s, is ever complete without KK and his songs. Every one of them has a specific memory or a time in our lives, associated with it. Woke up with shock and sorrow at his passing away. Strangely, will turn to his music for solace.
— Sunil Chhetri (@chetrisunil11) June 1, 2022
টুইটে শোকজ্ঞাপন করেছেন ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেওয়াগ, যুবরাজ সিং, অনিল কুম্বলেরাও।
Tragic to hear about the passing away of KK after falling ill while performing in Kolkata. Another reminder of how fragile life is. Condolences to his family and friends. Om Shanti. pic.twitter.com/43B3dzykP3
— Virender Sehwag (@virendersehwag) May 31, 2022
Deeply saddened by the passing of KK. Condolences to his family and friends. ??
— Anil Kumble (@anilkumble1074) June 1, 2022
Saddened by the untimely demise of a wonderful Singer, KK. He will live on through his music. My heartfelt condolences to his family and friends. Om Shanti?? pic.twitter.com/5V7FybYMnQ
— VVS Laxman (@VVSLaxman281) May 31, 2022
Life is so uncertain and fragile! Sad news about the tragic passing away of KK. May god grant strength to his family to bear with this loss. Om Shanti ??
— Yuvraj Singh (@YUVSTRONG12) May 31, 2022
কিছু কিছু মানুষ প্রত্যেকের মনে ছাপ রেখে যায়। কেকে ঠিক তেমনই ছিলেন। তাঁর গানে প্রাণ খুঁজে পাওয়া যেত। নয়ের দশকের শেষবেলায় আবির্ভাব ঘটে সঙ্গীতশিল্পী কেকের। সেই সময়ের প্রজন্মদের কাছে কেকের গান অমলিন হয়ে থাকবে চিরকাল।
আরও পড়ুন: Finalissima 2022: আজ রাতে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে ইউরো চ্যাম্পিয়ন ইতালি