Madrid Open: রাফার পর জকোভিচকেও হারিয়ে মাদ্রিদ ওপেনের ফাইনালে কার্লোস আলকারাজ
Carlos Alcaraz: মাদ্রিদ ওপেনের ফাইনালে ওঠার পথে পর পর রাফায়েল নাদাল (Rafael Nadal) ও নোভাক জকোভিচকে (Novak Djokovic) হারানো প্রথম প্লেয়ার হলেন কার্লোস।
মাদ্রিদ: মাদ্রিদ ওপেনে (Madrid Open) একের পর এক অঘটন ঘটিয়ে চলেছেন এক তরুণ স্প্যানিশ টেনিস প্লেয়ার। ক্লে কোর্টে রীতিমতো দাপট দেখাচ্ছেন স্পেনের ১৯ বছরের টেনিস তারকা কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। বলা ভালো স্বপ্নের ফর্মে রয়েছেন কার্লোস। তা না হলে একই টুর্নামেন্টে পর পর দুই টেনিস মহারথীকে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করাটা অত সহজ কথা নয়। মাদ্রিদ ওপেনের ফাইনালে ওঠার পথে পর পর রাফায়েল নাদাল (Rafael Nadal) ও নোভাক জকোভিচকে (Novak Djokovic) হারানো প্রথম প্লেয়ার হলেন কার্লোস। শনিবার টুর্নামেন্টের সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুটো সেট টাইব্রেকারে নিষ্পত্তি হয়। প্রথম সেট টাইব্রেকারে যায় এবং শেষ সেটও টাইব্রেকারে যায়। তিন সেটের টানটান লড়াইয়ে শেষ অবধি ফল ৬-৭ (৫), ৭-৫, ৭-৬ (৫) কার্লোসের পক্ষে।
La cita definitiva ???
?? @alcarazcarlos03 y ?? @AlexZverev buscarán este domingo el título del #MMOPEN. pic.twitter.com/aqoBSxEkLy
— #MMOPEN (@MutuaMadridOpen) May 8, 2022
শুক্রবার মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে ২১টি গ্র্যান্ড স্লামের মালিক রাফায়েল নাদালকে ৬-২, ১-৬, ৬-৩ ফলাফলে হারিয়েছিলেন কার্লোস। তার ঠিক ২৪ ঘণ্টা পর টুর্নামেন্টের সেমিফাইনালে, বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাককে হারিয়ে টেনিস বিশ্বকে চমকে দিয়েছেন কার্লোস। আজ, রবিবার মাদ্রিদ ওপেনের ফাইনালে গত বারের চ্যাম্পিয়ন আলেকজান্ডার জেরেভের মুখে নামবেন কার্লোস। তাবড় তাবড় টেনিস প্লেয়াররা তাঁর কাছে যে ভাবে হার মানছেন, তাতে ফাইনালে কার্লোস যে কোনও অঘটন ঘটাবেন না, এ ব্যাপারে বলা মুশকিল।
Un golpe que nos sigue dejando ??
Las dejadas de ?? @alcarazcarlos03 han llegado para quedarse en la Caja Mágica. @ATPTour_ES | #MMOPEN pic.twitter.com/GZFIm1SqyR
— #MMOPEN (@MutuaMadridOpen) May 8, 2022
২০২১ সাল থেকে বিশ্ব টেনিস তাঁর নাম শুনতে শুরু করেছে। গত বছরের শুরুতে বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৪১তম স্থানে ছিলেন কার্লোস। এক বছরের মধ্যে কার্লোস দাঁড়িয়ে ১৬ নম্বরে। ২০২১ ইউএস ওপেনে তত্কালীন তিন নম্বর খেলোয়াড় সিসিপাসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন স্পেনের কার্লোস। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে আবার একটা নতুন রেকর্ড করে বসেন কার্লোস। সব থেকে কম বয়সী টেনিস খেলোয়াড় হিসেবে বাছাইয়ের মর্যাদা পান কার্লোস। নতুন যুগের রাফায়েল নাদাল বলা হচ্ছে তাঁকে।
আরও পড়ুন: SRH vs RCB LIVE Score, IPL 2022: প্রথম বলেই আউট কোহলি
আরও পড়ুন: IPL 2022: চেন্নাইয়ের বিরুদ্ধে নামার আগেই বড়সড় ধাক্কা খেলেন ঋষভরা, দিল্লি শিবিরে ফের করোনার থাবা
আরও পড়ুন: PV Sindhu: ‘কেউ শক্তিশালী নয়, সবাইকেই হারানো সম্ভব’, বললেন সিন্ধু