AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Joshna Chinappa: ৩৭-এও সোনার খোঁজে এশিয়াডে নামছেন জোৎস্না চিনাপ্পা

Asian Games 2023: এর আগে এশিয়ান গেমস থেকে ২টি রূপো ও ২টি ব্রোঞ্জ পেয়েছেন ভারতীয় স্কোয়াশ তারকা জোৎস্না চিনাপ্পা। অবশ্য এশিয়াড থেকে সোনার পদক এখনও অধরা জোৎস্নার। সেই সোনার পদকের খোঁজেই এ বারের এশিয়ান গেমসে নামতে চলেছেন তিনি।

Joshna Chinappa: ৩৭-এও সোনার খোঁজে এশিয়াডে নামছেন জোৎস্না চিনাপ্পা
Joshna Chinappa: ৩৭-এও সোনার খোঁজে এশিয়াডে নামছেন জোৎস্না চিনাপ্পা
| Edited By: | Updated on: Sep 22, 2023 | 8:30 AM
Share

নয়াদিল্লি: বয়স বাড়লে অ্যাথলিটদের গতি কমে। চেনা ছন্দে দেখা যায় না। এমন কথা বহুবার ভুল প্রমাণিত করেছেন একাধিক ক্রীড়াবিদ। বয়স যে স্রেফ একটা সংখ্যা তা বারবার প্রমাণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসিরা। এই পথেই হেঁটেছেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না, ভারতের পুরুষ হকি দলের গোলকিপার পিআর শ্রীজেশ। তাই ৩৭-এর জোৎস্না চিনাপ্পা (Joshna Chinappa) এ বারের এশিয়ান গেমসে (Asian Games 2023) নামার আগে প্রেরণা নিচ্ছেন বোপান্না-শ্রীজেশদের থেকে। কী বলছেন ষষ্ঠবার এশিয়ান গেমসে নামতে চলা জোৎস্না চিনাপ্পা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এর আগে এশিয়ান গেমস থেকে ২টি রূপো ও ২টি ব্রোঞ্জ পেয়েছেন ভারতীয় স্কোয়াশ তারকা জোৎস্না চিনাপ্পা। এশিয়াড থেকে সোনা এখনও অধরা জোৎস্নার। সেই সোনার পদকের খোঁজেই এ বারের এশিয়ান গেমসে নামতে চলেছেন তিনি। ৩৭ বছর বয়সী জোৎস্নার স্কোয়াশে হাতেখড়ি ১৫ বছর বয়সে, ২০০২ সালে। বছর ২১ আগে তাঁর স্কোয়াশের প্রতি যেমন ভালোবাসা ছিল, এখনও ঠিক তেমনই রয়েছে। তাই তিনি ৪০-এর কাছাকাছি এসেও পদকের স্বপ্ন দেখা বন্ধ করেননি।

সংবাদসংস্থা পিটিআইকে জোৎস্না বলেন, ‘বোপান্না কিংবদন্তি। গত ২০ বছর ধরে আমি ওকে চিনি। আমরা দু’জনই ক্রুগ থেকে এসেছি। আমি শুনেছিলাম ও অবসর নিতে চলেছে। ওকে তখন মেসেজ করে জানতে চেয়েছিলাম তুমি এখন কেরিয়ারের সেরা টেনিস খেলছ, তা হলে কেন অবসর নেবে? ও জানায় শুধু ডেভিস কাপ থেকে অবসর নিচ্ছে। ও যে বয়সে এসে কেরিয়ারের সেরা পারফরম্যান্স তুলে ধরছে, তা রীতিমতো অনুপ্রেরণামূলক। পিআর শ্রীজেশের (৩৫) ক্ষেত্রেও একই। আমি ওকে খেলতে দেখেছি। মনে হয় ওর বয়স ২০। আমার বয়সে এটাই ফিট থাকার অনুপ্রেরণা দেয়।’

অলিম্পিকে নেই এমন একটি খেলা স্কোয়াশ। তাই এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের মতো ইভেন্টে স্কোয়াশের গুরুত্বও বেশি থাকে। হানঝাউ এশিয়ান গেমসের আগে চোট সারিয়ে সুস্থ হয়ে ওঠায় খুশি জোৎস্না। তিনি হাঁটু ও ঘাড়ের চোটে ভুগছিলেন। তিনি বলেন, ‘গত ১২ মাসে একাধিকবার চোট-আঘাত পেয়েছি। আমি কয়েক সপ্তাহ আগে সুস্থ হয়ে উঠেছি।’

জোৎস্নার পাশাপাশি সৌরভ ঘোষালও ষষ্ঠ বার এশিয়ান গেমসে খেলবেন। ভারতীয় স্কোয়াশ তারকা জোৎস্নার মতে, বিশ্বের সেরা প্লেয়াররা এখানে খেলবেন। সকলের বয়স কমবেশি ২০-র মধ্যে। সেখানে তিনি এবং সৌরভ তাঁদের থেকে অনেকটাই অভিজ্ঞ। কিন্তু এই বয়সেও ভারতের জন্য তাঁরা নিজেদের সেরাটা দিতে চান বলে জানিয়েছেন জোৎস্না।

শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
সারারাত বিছানায় শুয়ে কষ্টে ছটফট! কী ভয়ঙ্কর কাজ হল উরফির সঙ্গে?
সারারাত বিছানায় শুয়ে কষ্টে ছটফট! কী ভয়ঙ্কর কাজ হল উরফির সঙ্গে?
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে? চাপ বাড়ছে ইউনূসের উপর
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে? চাপ বাড়ছে ইউনূসের উপর
দিল্লি মরুভূমি হল বলে, আরাবল্লীর ৯০ শতাংশই নাকি পাহাড় নয়!
দিল্লি মরুভূমি হল বলে, আরাবল্লীর ৯০ শতাংশই নাকি পাহাড় নয়!