Australian Open: ভ্যাকসিন নেওয়া নেই, জুনিয়র অস্ট্রেলিয়ান ওপেনে নামা হচ্ছে না আমনের
গ্র্যান্ড স্লামের গ্ল্যামার ধরে রাখার জন্য সেরা তারকাদের বাড়তি গুরুত্ব দেওয়া হয়। এই অভিযোগ বহু পুরনো। রজার ফেডেরার, রাফায়েল নাদালরাও বাড়তি সুবিধা পেয়েছেন। অথচ, বিশ্বের এক নম্বর টেনিস তারকার জন্য সব রকমের সুযোগ সুবিধা রাখা হলে ভবিষ্যতের তারকার জন্য কে রাখা হবে না? এই প্রশ্ন জোরালো হয়ে উঠছে।
পুনে: একই টুর্নামেন্টে দু’রকম নিয়ম! যার খেসারত দিতে হচ্ছে ভারতের এক জুনিয়র টেনিস প্লেয়ারকে। নোভাক জকোভিচ (Novak Djokovic) অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) যাতে খেলতে পারেন, তার জন্য আয়োজকরা সব রকম সহযোগিতা করছে। প্রতিষেধক নিয়ে যাতে মেলবোর্ন পার্কে নামতে পারেন। কিন্তু জুনিয়র অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়নশিপে নামার যোগ্যতা অর্জন করলেও খেলা হচ্ছে না আমন দাহিয়ার (Aman Dahiya)। ১৭ বছরের টেনিস প্লেয়ারের করোনার প্রতিষেধক নেওয়া নেই বলে।
গ্র্যান্ড স্লামের গ্ল্যামার ধরে রাখার জন্য সেরা তারকাদের বাড়তি গুরুত্ব দেওয়া হয়। এই অভিযোগ বহু পুরনো। রজার ফেডেরার, রাফায়েল নাদালরাও বাড়তি সুবিধা পেয়েছেন। অথচ, বিশ্বের এক নম্বর টেনিস তারকার জন্য সব রকমের সুযোগ সুবিধা রাখা হলে ভবিষ্যতের তারকার জন্য কে রাখা হবে না? এই প্রশ্ন জোরালো হয়ে উঠছে।
ভারতের নিয়ম অনুযায়ী, ১৮ বছরের কম বয়স যাঁদের, এতদিন তাঁদের প্রতিষেধক দেওয়া হয়নি। ১৭ বছরের আমন যে কারণে ভ্যাকসিন নিতে পারেননি। পরিবর্তিত পরিস্থিতিতে যাতে ভ্যাকসিন নিয়ে কোর্টে নামতে পারেন, তার চেষ্টা চালাচ্ছেন আমন। কিন্তু তা সম্ভব কিনা, নিজেও জানেন না। যা পরিস্থিতি, তাতে অস্ট্রেলিয়ান ওপেনে হয়তো নামাই হবে না তাঁর।
আমনের কোচ জিগনেস রাওয়াল বলেছেন, ‘নিয়ম এক একজনের জন্য এক একরকম হতে পারে না। এই কারণেই নিক কির্গিয়সের মতো প্লেয়ার পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল। পরিস্থিতি কী, সেটা দেখার সময় নয় এটা। টুর্নামেন্টের নিয়ম হল, দুটো ভ্যাকসিন নেওয়া না থাকলে অস্ট্রেলিয়ান ওপেনে নামা যাবে না। তা হলে জকোভিচ কেন সুবিধা পাবে? কেন আমনের মতো তরুণরা বঞ্চিত হবে?’
অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজক কমিটিকে চিঠি লিখে পুরো ব্যাপারটা জানিয়েছিলেন জিগনেস। ১৮ বছরের কম বয়সীদের যে প্রতিষেধক দেওয়া শুরু হয়নি, তাও জানিয়েছিলেন। কিন্তু তাঁর কথা শোনা হয়নি। জিগনেসের কথায়, ‘আমন যাতে খেলতে পারে, তার জন্য অনেক চেষ্টা করেছি। বলেছিলাম, একটা ডোজ় নিয়ে ও সাতদিনের কোয়ারান্টিনে থাকবে। কোয়ারান্টিনে ওরা রাজি হয়েছিল। কিন্তু জানিয়ে দিয়েছিল, দুটো ভ্যাকসিন নেওয়া না হলে অস্ট্রেলিয়ান ওপেনে নামতে পারবে না আমন।’
একই সঙ্গে আমনের কোচ বলছেন, ‘আমন গরীব পরিবার থেকে উঠে এসেছে। মাসে ১০ টাকাও রোজগার নয় ওর বাবার। আমনের মতো ছেলে যদি অস্ট্রেলিয়ান ওপেন খেলতে যেত, তা হলে একটা উদাহরণ তৈরি করা যেত। টেনিস খেলতে গেলে প্রতিভাটাই দরকার।’
আরও পড়ুন: Novak Djokovic: অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নামছেন জোকার