Tokyo Olympics 2020: অমিত পাঙ্ঘালসহ তিন ভারতীয় বক্সার বাই পেলেন টোকিও গেমসে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 23, 2021 | 12:49 PM

বিশ্বের এক নম্বর বক্সার ও টোকিওর শীর্ষ বাছাই অমিতসহ ভারতের আরও তিন বক্সার বাই পেয়ে অলিম্পিক গেমসের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন।

Tokyo Olympics 2020: অমিত পাঙ্ঘালসহ তিন ভারতীয় বক্সার বাই পেলেন টোকিও গেমসে
Tokyo Olympics 2020: অমিত পাঙ্ঘালসহ তিন ভারতীয় বক্সার বাই পেলেন টোকিও গেমসে

Follow Us

টোকিও: ২৪ জুলাই ভারতীয় বক্সাররা (Indian boxers) অলিম্পিক (Olympics) অভিযান শুরু হবে। তার আগে ভারতের চার বক্সার বাই পেলেন। ছেলেদের মধ্যে অমিত পাঙ্ঘাল (Amit Panghal) (৫২ কেজি), সতীশ কুমারও (+৯১ কেজি) ও মেয়েদের মধ্যে লভলিনা বোরগোহিন (৬৯ কেজি) ও সিমরনজিত্‍ কৌর (৬০ কেজি) টোকিও অলিম্পিকে বাই পেলেন। বিশ্বের এক নম্বর বক্সার ও টোকিওর শীর্ষ বাছাই অমিতসহ ভারতের আরও তিন বক্সার অলিম্পিক গেমসের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন।

২৪ জুলাই সকাল ৮টা থেকে মেয়েদের বক্সিংয়ে নামবেন লভলিনা বোরগোহিন। তারপর সকাল ৯টা ৪৫মিনিট থেকে ছেলেদের বক্সিংয়ে নামবেন বিকাশ কৃষ্ণণ। তবে অমিত পাঙ্ঘাল শেষ ১৬-র লড়াইয়ে নামবেন ৩১ জুলাই। ছেলেদের ফ্লাই ওয়েটে ২৬ জুলাই নামবেন দক্ষিণ আফ্রিকার বোতসোয়ানার মহম্মদ রাজাব ওতুকিলে (Mahommed Rajab Otukile) এবং কলম্বিয়ার উবের্জেন রিভাস মার্টিনেজ (Yuberjen Herney Rivas Martinez)। এই লড়াইয়ের বিজয়ীর বিরুদ্ধে ৩১ জুলাই রিংয়ে নামবেন বিশ্বের এক নম্বর বক্সার। মার্টিনেজ লাইট ফ্লাইওয়েটে রিও অলিম্পিকে রুপো পেয়েছিলেন। এশিয়ান গেমসে সোনা জয়ী পাঙ্ঘাল চিনের হু জিয়ানগুয়ানের সঙ্গে কোয়ার্টার ফাইনালের লড়াইতে নামতে পারেন।

২৫ জুলাই মহিলাদের প্রতিযোগিতায়, ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কমের (Mary Kom) (৫১ কেজি) প্রতিপক্ষ ডোমিনিকার মিগুলেইনা হার্নান্দেজ (Miguelina Hernandez)। তার পরের ম্যাচে কলম্বিয়ার তৃতীয় বাছাই ইনগ্রিট লোরিনা ভিক্টোরিয়া ভ্যালেন্সিয়ার (Ingrit Lorena Victoria Valencia) বিরুদ্ধে খেলবেন মেরি।

এশিয়ান গেমসে ব্রোঞ্চ পাওয়া সতীশ কুমারও (+৯১ কেজি) বাই পেয়েছেন। পুরুষদের সুপার হেভিওয়েটের শেষ ১৬ লড়াইয়ে তিনি ২৯ জুলাই মুখোমুখি হবেন জামাইকার রিচার্ডো ব্রাউনের (Ricardo Brown)। ভারতীয় বক্সার আশিষ চৌধুরি (৭৫ কেজি) অলিম্পিকে অভিষেকে চিনের এরবিকে তৌহেটার (Erbieke Touheta) মুখে নামবেন। কমনওয়েলথ গেমসে রুপো পাওয়া মণীশ কৌশিক (৬৩ কেজি) অলিম্পিকে অভিষেকে মুখোমুখি হবেন ব্রিটেনের লুক ম্যাককর্ম্যাক (Luke McCormack)। ভারতীয় বক্সার বিকাশ কৃষ্ণণ (৬৯ কেজি) ২৪ জুলাই মুখোমুখি হবেন জাপানের মেনসাহ ওকাজওয়ার (Mensah Okazawa)।

মেয়েদের ইভেন্টে পূজা রানি (৭৫ কেজি) ২৮ জুলাই আলজেরিয়ার ইচরাক চাইবের (Ichrak Chaib) মুখে নামবেন। ভারতীয় বক্সার লভলিনা বোরগোহিন (৬৯ কেজি) বাই পেয়ে ২৭ জুলাই শেষ ১৬-র ম্যাচে জার্মানির নাদিনে এপেটজের (Nadine Apetz) মুখোমুখি হবেন। বাই পেয়ে সিমরনজিত্‍ কৌর (৬০ কেজি) ৩০ জুলাই শেষ ১৬-র লড়াইয়ে থাইল্যান্ডের সুদাপর্ন সিসোন্ডের (Sudaporn Seesondee) বিরুদ্ধে নামবেন।

আরও পড়ুন: TOKYO OLYMPICS 2020: র‍্যাঙ্কিং রাউন্ডে প্রথম দশে দীপিকা, অলিম্পিক রেকর্ড দঃ কোরিয়ার ৩ তিরন্দাজের

Next Article