Ashleigh Barty: বার্টির অজানা তথ্য ফাঁস করে দিলেন তাঁর কোচ টিজার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 24, 2022 | 7:50 PM

অ্যাশলি বার্টির হঠাৎ অবসর অনেক প্রশ্নের জন্ম দিয়ে গেল। তাঁর কোচ এক আশ্চর্য তথ্য ফাঁস করে দিয়েছেন। কী সেই তথ্য?

Ashleigh Barty: বার্টির অজানা তথ্য ফাঁস করে দিলেন তাঁর কোচ টিজার
অ্যাশলি বার্টি
Image Credit source: Twitter

Follow Us

মেলবোর্ন: মাসখানেক আগের অস্ট্রেলিয়া ওপেন নয়। এমনকি, উইম্বলডনও নয়। ২০১৯ সালে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পরই নাকি অ্যাশলি বার্টি (Ashleigh Barty) টেনিস থেকে সরে যেতে চেয়েছিলেন। ২৫ বছরের অস্ট্রেলিয়ান টেনিস তারকার হঠাৎ অবসরে সারা বিশ্ব স্তম্ভিত। তার পর থেকে একটাই আলোচনা, কেন এত অল্প বয়সে তিনি সরে গেলেন? এর পিছনে কি অন্য কোনও কারণ আছে? বার্টি কিন্তু নিজে যে ব্যাখ্যা দিয়েছেন, তা ধরলে, যে স্বপ্ন নিয়ে টেনিস (Tennis) খেলতে এসেছিলেন, তা পূরণ হওয়ার কারণেই সরে গেলেন। আর সেই স্বপ্ন কী? উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়া। যা গত মরসুমে বাস্তবায়িত করতে পেরেছিলেন তিনি। এখানে প্রশ্ন, উইম্বলডন জেতাই যদি স্বপ্ন হবে তাঁর, তা হলে তিনি কেন তারও দু’বছর আগে টেনিস ছাড়ার কথা ভেবেছিলেন? বার্টির হঠাৎ অবসরে তাই অন্য কারণ তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এই তথ্য ফাঁস করে দিয়েছেন বহার্টির কোচ ক্রেগ টিজার।

বার্টির কেরিয়ারে প্রথম গ্র্যান্ড স্লাম ছিল ২০১৯ সালে ওই ফরাসি ওপেন। ২০১৪ সাল থেকে বার্টির সঙ্গে কাজ করা টিজার বলছেন, ‘রোলাঁ গারোয় চ্যাম্পিয়ন হওয়ার পর বার্টি সাংবাদিক সম্মেলনে কী বলবেন, সেই বক্তব্য সাজাচ্ছিলাম। এই ট্রফিটার মূল্য ওর কাছে কী, ভাবছিলাম। তখনই ও এসে আমাকে বলেছিল, এখন কি অবসর নিতে পারি? আমি হতবাক হয়ে ওকে বলি, দাঁড়াও দাঁড়াও আমি এর জন্য তৈরি নই।’

আর সেই কারণেই বার্টির হঠাৎ অবসর টিজারকে একেবারে অবাক করেনি। যিনি তিন বছর আগেই প্রথম গ্র্যান্ড স্লাম জেতার সময় অবসরের কথা বলতে পারেন, তিনি যে কোনও সময় টেনিস থেকে সরে দাঁড়াতে পারেন, তাতে আর আশ্চর্যের কী! টিজার বলেছেন, ‘ওর অবসরের সিদ্ধান্ত আমাকে অবাক করেনি। ও বরাবর নিজের ইচ্ছে অনুযায়ী চলে। আমরা দু’জন একসঙ্গে পথ চলতে শুরু করার পর যে অবসর নেওয়ার কথা ভাবতে পারে, সে যে একদিন সরে যাবে, তাতে আর অবাক হওয়ার কী আছে! তবে ওর অবসরের এটাই সেরা সময়। আর কিছু ওর পাওয়ার ছিল বলে মনে হয় না।’

অ্যাশলি বার্টি এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টেনিস প্লেয়ার। টেনিস দুনিয়া অবশ্য এমন হঠাৎ অবসর এর আগেও দেখেছে। টিজার বলছেন, ‘ও যেখানে পৌঁছতে চেয়েছিল, সেখানে ঠিক পৌঁছে গিয়েছিল। তার পর আর নিজেকে মোটিভেট করতে পারছিল না। ওকে নতুন করে মোটিভেট করা খুব কঠিন ছিল। বার্টি টেনিসকে কখনও কঠিন করে নেয়নি। সহজ ভাবে গ্রহণ করেছিল। হারুক কিংবা জিতুক, খুব বেশি ভাবত না।’

আরও পড়ুন: Ashleigh Barty: একা বার্টি নন, আরও ৫ টেনিস তারকা সরে গিয়েছিলেন মধ্যগগনে

Next Article
Miami Open: জয় দিয়ে মিয়ামি ওপেন যাত্রা শুরু ওসাকার
Swiss Open: সুইস ওপেনের কোয়ার্টার ফাইনালে সিন্ধু, বিদায় সাইনার