Asian Games 2023: অর্জুন-অরবিন্দ জুটিতে রোয়িংয়ে ভারতের ঝুলিতে এল রুপো
Hangzhou Asian Games: ১৯তম এশিয়ান গেমসের সরকারি উদ্বোধনের পর থেকে ভারতে আসতে শুরু করেছে একের পর এক পদক। হানঝাউ এশিয়াডের প্রথম দিন ভারতকে প্রথম পদক এনে দিলেন মেহুলি ঘোষ, রমিতা ও আশি চৌকসে। এবং ভারতে দ্বিতীয় পদক এল রোয়িংয়ে।
হানঝাউ: রবি-সকালে হানঝাউ থেকে জোড়া পদক এল ভারতে। এশিয়াডে আজ শুটিং এবং রোয়িংয়ে ভারত পেল রুপো। দিনের শুরুতে মেহুলি-রমিতা-আশিরা ভারতকে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে প্রথম পদক এনে দিয়েছিলেন। এ বার চলতি এশিয়ান গেমসে (Asian Games 2023) পুরুষদের লাইটওয়েট মেনস ডাবলস স্কালস থেকে ভারতকে রুপো এনে দিলেন অর্জুন জাট লাল (Arjun Jat Lal) এবং অরবিন্দ সিং (Arvind Singh)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
অন্যান্য খেলার তুলনায় রোয়িংয়ে ভারতের সাফল্য অনেকটাই কম। টোকিও অলিম্পিকে ভারতের রোয়িং টিম ১১ নম্বরে শেষ করেছিল। অবশ্য এশিয়াডে হতাশ করল না ভারত। এশিয়াডে ভারতের অর্জুন লাল জাট এবং অরবিন্দ সিং লাইটওয়েট মেনস ডাবলস স্কালসে ৬:২৮.১৮ সেকেন্ড সময় নিয়ে রুপো পেয়েছেন। আয়োজক চিন ৬:২৩.১৬ সেকেন্ডে শেষ করে সোনা জিতেছে। এবং ৬:৩৩.৪২ সেকেন্ডে শেষ করে ব্রোঞ্জ পেয়েছে উজবেকিস্তান।
Medal ceremony 🥈#Cheer4India#Hallabol#JeetegaBharat#BharatAtAG22 pic.twitter.com/HCeynywcLE
— SAI Media (@Media_SAI) September 24, 2023
এর আগে ২০০৬ সালে দোহা এশিয়ান গেমসে পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালসে ব্রোঞ্জ পেয়েছিলেন ভারতের বিজেন্দর সিং ও কিরণ ইয়ালামঞ্চি। ১৬ বছর পর এই ইভেন্টে পদকের রং বদলাতে পারল ভারত। আর্মি জুটি অর্জুন লাল জাট এবং অরবিন্দ সিং অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছে। হানঝাউ ফুয়াং ওয়াটার স্পোর্টস সেন্টারে দারুণ শুরু করেও অর্জুন-অরবিন্দ আয়োজক চিনের কাছে শেষ অবধি ৫০০ মিটারের এক ভুলের জন্য হেরে গিয়েছেন। কিন্তু এই জুটির হাত ধরে ভারতে ১৯তম এশিয়ান গেমস থেকে দ্বিতীয় পদক এল। তাতে বিরাট খুশি দেশবাসী।
More images from the celebrations 🚣♀️ 🥰 pic.twitter.com/ykRiQq6bCf
— Team India (@WeAreTeamIndia) September 24, 2023