Australian Open: জোকারকে সতর্ক করলেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 05, 2022 | 7:13 PM

অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) খেলার জন্য প্রতিষেধক নেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। মেলবোর্ন পার্কে নামার জন্য দু'ডোজের ভ্যাকসিন কিংবা চিকিত্‍সকদের ছাড়পত্র দরকার।

Australian Open: জোকারকে সতর্ক করলেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী
Australian Open: জোকারকে সতর্ক করলেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী

Follow Us

মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) খেলার জন্য প্রতিষেধক নেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। মেলবোর্ন পার্কে নামার জন্য দু’ডোজের ভ্যাকসিন কিংবা চিকিত্‍সকদের ছাড়পত্র দরকার। ভ্যাকসিন নেবেন বলে চিকিত্‍সকদের পরামর্শও নিয়েছেন জোকার। আর তার পরই তাঁকে নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

সাতটা ডাবলস গ্র্যান্ড স্লাম খেতাব জেতা গ্রেট ব্রিটেনের টেনিস প্লেয়ার জেমি মারে বলেছেন, ‘আমি ঠিক বুঝতে পারছি না, কী বলা উচিত। ওর জায়গায় যদি আমি থাকতাম, তা হলে ভ্যাকসিন নেওয়া না থাকলে কখনও চিকিত্‍সকদের ছাড়পত্র নিতাম না। তবে শেষ পর্যন্ত ও অস্ট্রেলিয়ান ওপেনে নামবে, এটা একটা ভালো দিক।’

এরই মধ্যে কিন্তু আবার জোকারকে কার্যত হুমকি দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি স্পষ্ট বলেছেন, জকোভিচ প্রতিষেধক নিয়েছেন, তার প্রমাণ দিতে হবে। না হলে তাঁকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। তাঁর কথায়, ‘আমরা এখন অপেক্ষায়। যদি ভ্যাকসিন নেওয়ার স্বপক্ষে যথেষ্ট প্রমাণ দিতে না পারে, জকোভিচের জন্য কোনও আলাদা নিয়ম থাকবে না। সবার ক্ষেত্রে যা করা হয়, ওর ক্ষেত্রেও তাই হবে।’

প্রতিষেধক না নেওয়ায় তীব্র সমালোচনায় পড়েছিলেন জোকার। এখন নেওয়ার জন্য উদ্য়োগী হতে আবার পাল্টা বিতর্ক চলছে। অভিযোগ যতই থাকুক না কেন, জোকারকে বাড়তি অ্যাডভান্টেজ দেওয়া হবে না, তাও জানিয়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: Australian Open: ভ্যাকসিন নেওয়া নেই, জুনিয়র অস্ট্রেলিয়ান ওপেনে নামা হচ্ছে না আমনের

আরও পড়ুন: Novak Djokovic: অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নামছেন জোকার

Next Article