টরেন্টো: কোভিড (Covid) পরিস্থিতি শুধু যে খেলায় প্রভাব ফেলেছে, এমন নয়। গোটা বিশ্বের মানসিক স্বাস্থ্যেও (mental health) বড় প্রভাব ফেলেছে। এক দিকে যেমন আছে করোনায় সংক্রমিত হওয়ার ভয়, তেমনই দেশে-বিদেশে, সপ্তাহের পর সপ্তাহ কোয়ারান্টিন থাকার জন্য তৈরি হওয়া মানসিক অবসাদ। যাকে সবাই বলছেন বায়ো বাবল ফ্যাটিগ। একের পর এক খেলোয়াড় বিশ্বের নানা প্রান্তের বিভিন্ন টুর্নামেন্ট থেকে নাম তুলে নিচ্ছেন। এ বার যেমন অস্ট্রেলিয়ান ওপেন (Australia Open) থেকে সরে গেলেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু (Bianca Andreescu)। ২০১৯ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে লিখেছেন, “একাধিক কারণে গত দুটো বছর আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। নিজেকে ফিরে পাওয়ার জন্য বাড়তি সময় দেওয়া খুব জরুরি। তাই ২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেনে আমি খেলব না। ”
কেন এমন বার্তা দিলেন বিয়াঙ্কা? ভক্তদের মনে ওঠা এই প্রশ্নের উত্তরও দিয়েছেন কানাডার (Canada) টেনিস খেলোয়াড়। বিয়াঙ্কা বলেছেন, “চলতি বছরে সপ্তাহের পর সপ্তাহ কোয়ারান্টিন ও আইসোলেশনে থাকতে হয়েছে। এটা আমায় শারীরিক ও মানসিক ভাবে ক্লান্ত করে তুলেছে। তার সঙ্গে বলতে চাই, আমার দিদিমা করোনা সংক্রমিত হয়ে কয়েক সপ্তাহ হাসপাতালের আইসিএউয়ে ভর্তি ছিলেন। আমার কাছে যেটা মানিসক ভাবে বড় ধাক্কা ছিল। তার মধ্যেই খেলেছি। কিন্তু বুঝতে পারছিলাম, আমি নিজের সেরাটা দিতেই পারছি না। মনে হচ্ছে, গোটা পৃথিবীর বোঝা মাথায় নিয়ে চলতে হচ্ছে আমায়। ”
২০১৯ সালের মার্কিন যুক্তরাষ্ট্র ওপেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু ২০২১ সালের মরসুমটা শেষ করেছেন ৪৬ নম্বরে। ২০২০ সালে চোটের জন্য কোর্টে ছিলেন না ২১ বছরের এই টেনিস সুন্দরী। গত মরসুমের অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে নেমেছিলেন। ফল ভালো হয়নি। এর দু’মাস পরে WTA 1000 টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন। কিন্তু চোটের জন্য ম্যাচে ছেড়ে দেন বিশ্বের এক নম্বর টেনিস প্লেয়ার অ্যাশলি বার্টিকে।
আরও পড়ুন: PV Sindhu: বিশ্ব ট্যুর ফাইনালসে রুপোতেই সন্তুষ্ট হতে হল পিভি সিন্ধুকে